Ki Kore Bolbo Tomay Lyrics :
কি করে বলবো তোমায়
আসলে মন কি যে চায়,
কেনও সে পালিয়ে বেড়ায়
তোমার থেকেই (x2)
তুমি জানতে পারোনি
কত গল্প পুড়ে যায়,
তুমি চিনতে পারোনি,
আমাকে হায়।
কি করে বলব তোমায়
আসলে মন কি যে চায়,
কেনও সে পালিয়ে বেড়ায়
তোমার থেকেই।
পথ ভুলে গেছি চলে দূরের কুয়াশায়
তবু আমার ফিরে আসার,
সত্যি নেই উপায়।
তুমি আমার জিতের বাজী
তুমি আমার হার,
কি করে বলব তোমায়
আসলে মন কি যে চায়,
কেনও সে পালিয়ে বেড়ায়
তোমার থেকেই।
যদি বলি চোরাগলি
মনের যায় কোথায়,
আসবে কি? রাখবে কি?
তোমার ওঠা পড়ায়।
তুমি আমার জ্বালিয়ে নেওয়া,
কোন শুকতারা,
কি করে বোলবো তোমায়
আসলে মন কি যে চায়,
কেনও সে পালিয়ে বেড়ায়
তোমার থেকেই ..
তুমি জানতে পারোনি
কত গল্প পুড়ে যায়,
তুমি চিনতে পারোনি,
আমাকে হায়।
কি করে বলব তোমায়
আসলে মন কি যে চায়,
কেনও সে পালিয়ে বেড়ায়
তোমার থেকেই।
Emon Ekta Manush Pailam Na Re Lyrics (এমন একটা মানুষ)
কি করে বলবো তোমায় লিরিক্স :
Ki kore bolbo tomay Ashole mon ki je chay
Keno se paliye beray tomar thekei
Tumi jante paroni koto golpo pure jay
Tumi chinte paroni amake hay
Poth bhule gechi chole durer kuyashay
Tobu amar fire ashar sotti nei upay
Tumi amar jiter baaji tumi amar haar
Ki kore bolbo tomaye Asole mon ki je chaay
Keno se paliye beray tomar thekei
1 comment
[…] Ki Kore Bolbo Tomay Lyrics […]