Wednesday, September 11, 2024
Home Lyrics Nadia O Nadia Lyrics (নাদিয়া ও নাদিয়া) Eagle Team | MH Payel

Nadia O Nadia Lyrics (নাদিয়া ও নাদিয়া) Eagle Team | MH Payel

Nadia O Nadia Lyrics

by amarbanglablog
829 views
Nadia O Nadia Lyrics

Nadia O Nadia Lyrics (নাদিয়া ও নাদিয়া) গানের লিরিক্স টি খুজছেন। তাই আপনার সুবিধার্থে Nadia O Nadia Lyrics (নাদিয়া ও নাদিয়া) গানের লিরিক্স তুলে ধরলাম। আশা করছি Nadia O Nadia Lyrics (নাদিয়া ও নাদিয়া) গানের লিরিক্স টি ভাল লাগবে।

 

Nadia O Nadia Lyrics

Nadia O Nadia Lyrics

নাদিয়া ও নাদিয়া লিরিক্স
আমারে একা করিয়া কই গেলা চলিয়া,

কলিজাতে দাগ লাগাইয়া আইলানা আর ফিরিয়া,

এখন কি আমার মুখে কোন মায়া জমে না?

পাহাড় গড়া ব্যথা লইয়া যায়মু জগত ছাড়িয়া,

নাদিয়া ও নাদিয়া তুমি আমার কলিজার ভিতর

নাদিয়া ও নাদিয়া তুই ছাড়া এই জীবনি অচল

Rap :

আমার হৃদপিণ্ড তুই
আমার কলিজাটা তুই
আমার রক্তটা তুই
বাস্তবতা তুই
আমার ইচ্ছেটা তুই
আমার শক্তিটা তুই
আমার মাথা ধরা তুই
মনে তৃপ্তি যে তুই
আমার সকালটা তুই
আমার সন্ধ্যাটা তুই
আমার দিনটা যে তুই
আমার রাত্রিটা তুই
আমার জীবন সে তুই
আমার মৃত্যুটা তুই
আমার সবটুকু তুই
আমার সবটুকু তুই

অন্ধকারে পুড়ি আমি তরি মায়া কাটে না,

ঠিকি ছিলাম ভালো আমি যখন ছিলি অচেনা,

তিলে তিলে পুড়ছে জীবন ভুলবো না তোর ছলনা,

নিজের ভুলে নিজেই কাঁদি চোখের পানি সরে না,

নাদিয়া ও নাদিয়া তুমি আমার কলিজার ভিতর

নাদিয়া ও নাদিয়া তুই ছাড়া এই জীবনি অচল

আমারে তুই ফালাই গেলি মন পাষাণ করিয়া

মনের মাঝে আঘাত কইরা আইলি না আর ফিরিয়া

থাকমু না থাকমু না কন্যা যাইমু জগত ছাড়িয়া

তুই হিনা ব্যর্থ জীবন মাটির সনে মিশাইয়া

নাদিয়া ও নাদিয়া তুমি আমার কলিজার ভিতর

নাদিয়া ও নাদিয়া তুই ছাড়া এই জীবনি অচল

Nadia O Nadia Lyrics

Nadia O Nadia Lyrics

Nadia O Nadia Lyrics In Bangla :

Amare eka koria koi gela choliya

Kolijate dag lagaiya ailana ar firiya

Ekhon ki amar mukhe kono maya jome na

Pahar gora betha loiya jaimu jogot charia

Nadia O Nadia tumi amar kolijar vitor

Nadia O Nadia tui chara ei jiboni ochol

 

Kobitar Gaan Lyrics

Visit : www.sarkar4u.com

You may also like

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More