Nadia O Nadia Lyrics (নাদিয়া ও নাদিয়া) গানের লিরিক্স টি খুজছেন। তাই আপনার সুবিধার্থে Nadia O Nadia Lyrics (নাদিয়া ও নাদিয়া) গানের লিরিক্স তুলে ধরলাম। আশা করছি Nadia O Nadia Lyrics (নাদিয়া ও নাদিয়া) গানের লিরিক্স টি ভাল লাগবে।
নাদিয়া ও নাদিয়া লিরিক্স
আমারে একা করিয়া কই গেলা চলিয়া,
কলিজাতে দাগ লাগাইয়া আইলানা আর ফিরিয়া,
এখন কি আমার মুখে কোন মায়া জমে না?
পাহাড় গড়া ব্যথা লইয়া যায়মু জগত ছাড়িয়া,
নাদিয়া ও নাদিয়া তুমি আমার কলিজার ভিতর
নাদিয়া ও নাদিয়া তুই ছাড়া এই জীবনি অচল
Rap :
আমার হৃদপিণ্ড তুই
আমার কলিজাটা তুই
আমার রক্তটা তুই
বাস্তবতা তুই
আমার ইচ্ছেটা তুই
আমার শক্তিটা তুই
আমার মাথা ধরা তুই
মনে তৃপ্তি যে তুই
আমার সকালটা তুই
আমার সন্ধ্যাটা তুই
আমার দিনটা যে তুই
আমার রাত্রিটা তুই
আমার জীবন সে তুই
আমার মৃত্যুটা তুই
আমার সবটুকু তুই
আমার সবটুকু তুই
অন্ধকারে পুড়ি আমি তরি মায়া কাটে না,
ঠিকি ছিলাম ভালো আমি যখন ছিলি অচেনা,
তিলে তিলে পুড়ছে জীবন ভুলবো না তোর ছলনা,
নিজের ভুলে নিজেই কাঁদি চোখের পানি সরে না,
নাদিয়া ও নাদিয়া তুমি আমার কলিজার ভিতর
নাদিয়া ও নাদিয়া তুই ছাড়া এই জীবনি অচল
আমারে তুই ফালাই গেলি মন পাষাণ করিয়া
মনের মাঝে আঘাত কইরা আইলি না আর ফিরিয়া
থাকমু না থাকমু না কন্যা যাইমু জগত ছাড়িয়া
তুই হিনা ব্যর্থ জীবন মাটির সনে মিশাইয়া
নাদিয়া ও নাদিয়া তুমি আমার কলিজার ভিতর
নাদিয়া ও নাদিয়া তুই ছাড়া এই জীবনি অচল
Nadia O Nadia Lyrics In Bangla :
Amare eka koria koi gela choliya
Kolijate dag lagaiya ailana ar firiya
Ekhon ki amar mukhe kono maya jome na
Pahar gora betha loiya jaimu jogot charia
Nadia O Nadia tumi amar kolijar vitor
Nadia O Nadia tui chara ei jiboni ochol
Kobitar Gaan Lyrics
Visit : www.sarkar4u.com