Sobai To Cole Jay Lyrics :
Amar Moner Ghore Te Rekhechi Jare Lyrics – আমার মনের ঘরেতে রেখেছি যারে লিরিক্স
Sobai to cole jay lyrics সবাই তো চলে যায়। মরমি সঙ্গীত | হৃদয়ে আশরাফ। ZamZam Tune | যমযম শিল্পীগোষ্ঠী | Ali Mortuza Bin Amin
Song: Hridoye Ashraf
Lyric: Abdul Basit Nuyed
Tune & Singer: Ali Mortuza Bin Amin
Sound Design & Compose: Shalin Ahmed
Record Label: Holy Music Studio
Video Editing & Direction: Wakil Ahmed Afrid
Koto Janazar Porechi Namaj lyrics(কত জানাজার পড়েছি নামাজ )
Sobai to cole jay lyrics
সবাই তো চলে যায়
কাছে থেকে অজানায়’ – ১
তোমার চলে যাওয়া
এত বিশাদ কেন লাগে
হাজার লাশের ভিরে
তোমার দেহ টা কেন
এত মায়া মায়া লাগে
তুমি ছিলে প্রিয় জন
তুমি আপন জন
তোমায় হারিয়ে লাগে
বড় একা………
ছাকাল্লাহু ছারাকা
ওজায়ালাল জান্নাতা মাসওয়াকা- ১
‘কালামুল্লাহ বুকে হাফিজে কুর-আন
তোমায় হারিয়ে সবে কাদে পেরেশান’ – ১
নামে আশরাফ তুমি ছিলে ও শারাফ
তোমার তুলোনা ছিলে তুমি একা
ছাকাল্লাহু ছারাকা
ওজায়ালাল জান্নাতা মাসওয়াকা’- ১
ছিলে তুমি শিল্পির শিল্প নগড়
তোমায় হারিয়ে শোকে সবাই পাথর – ১
তোমারি অবদান শুর ছন্দ গান
বড় প্রয়োজন ছিলো বেঁচে থাকা
ছাকাল্লাহু ছারাকা
ওজায়ালাল জান্নাতা মাসওয়াকা’- ১
যুব সমাজের তুমি বার্তা বাহক
ক্ষনিকের পৃথিবিটা যেন এক ঝলক’ – ১
সময় যে হাতে নাই
পালাবার পথ নাই
মরনের তরে সদা তৈরি থাকা
সবাই তো চলে যায়
কাছে থেকে অজানায়’ – ১
তোমার চলে যাওয়া
এত বিশাদ কেন লাগে
হাজার লাশের ভিরে
তোমার দেহ টা কেন
এত মায়া মায়া লাগে
Elo Mahe Ramjan Gojol Lyrics – এলো মাহে রমজান গজল লিরিক্স
Amar Moner Ghore Te Rekhechi Jare Lyrics – আমার মনের ঘরেতে রেখেছি যারে লিরিক্স