Saturday, July 27, 2024
Home Popular Post Madaripur District – মাদারীপুর জেলা- Part 1

Madaripur District – মাদারীপুর জেলা- Part 1

Madaripur District - মাদারীপুর জেলা

by amarbanglablog
192 views
Madaripur District - মাদারীপুর জেলা

মাদারীপুর জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের (প্রস্তাবিত ফরিদপুর বিভাগের) একটি প্রশাসনিক অঞ্চল।

Madaripur District – মাদারীপুর জেলা

Madaripur District - মাদারীপুর জেলা

Madaripur District – মাদারীপুর জেলা

এক নজরে মাদারীপুর :

বিষয়

বিবরণ

জেলা সৃষ্টি ১লা মার্চ, ১৯৮৪ খ্রিস্টাব্দ
আয়তন ১১২৫.৬৯ বর্গ.কি.মি. (জনশুমারি ও গৃহগণনা ২০২২)
নির্বাচনী এলাকা ২১৮ মাদারীপুর-১, ২১৯ মাদারীপুর-২, ২২০ মাদারীপুর-৩
মোট ভোটার সংখ্যা (পুরুষ ও মহিলা) ১০,৬৬,৯১৫ জন ( পুরুষ-৫,৫৩,৫৬৭, মহিলা-৫,১৩,৩৩৬ ও হিজড়া-১২)

[সর্বশেষ হালনাগাদ ২৪/১২/২০২৩]

লোকসংখ্যা ১২,৯৩,০২৭ জন (জনশুমারি ও গৃহগণনা ২০২২)
উপজেলা ৫ টি (জনশুমারি ও গৃহগণনা ২০২২)
থানা ০৫ টি
পৌরসভা ৪ টি (বাংলাদেশ জিওকোড, জুন ২০১৭)
ইউনিয়ন ৫৯ টি (জনশুমারি ও গৃহগণনা ২০২২)
গ্রাম ১১০৮ টি (বাংলাদেশ জিওকোড, জুন ২০১৭)
মৌজা ৪৫১ টি (বাংলাদেশ জিওকোড, জুন ২০১৭)
নদী ৯টি (বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড)
বদ্ধ জলমহাল (২০ একর এর উর্দ্ধে ও অনুর্ধ্ব ২০ একর) ৮ টি
উন্মুক্ত জলমহাল ১৩টি।
ইউনিয়ন ভূমি অফিস ৫৯ টি।
মোট আবাদি জমি ৮৪,৩৭০ হেক্টর
মোট জমি ১,১৭,১২১ হেক্টর
হাট বাজার ১১৩ টি
শিক্ষার হার ৭৪.৮৪% (জনশুমারি ও গৃহগণনা ২০২২)
মোট রাসত্মার দৈর্ঘ্য ১৮৬২.১৫ কি:মি:
পাকা রাস্তা ১৬৩ কিঃমিঃ
কাচা  রাস্তা ৪০১০ কিঃ মিঃ
আবাসন/আশ্রায়ণ প্রকল্প ১৫ টি ( ৬টি + ৯টি)
আদর্শ গ্রাম নেই
খেয়াঘাট/নৌকা ঘাট ৪৪ টি (নৌ শুমারির প্রাথমিক জরিপ)
দর্শনীয় স্থান ২০টি।
নৃতাত্ত্বিক জনগোষ্ঠি ৫০৮ জন (জনশুমারি ও গৃহগণনা ২০২২)
জনসংখ্যার ঘনত্ব ১১৪৯ জন (জনশুমারি ও গৃহগণনা ২০২২)
সংসদীয় আসন ৩ টি
পরিবেশ প্রাকৃতিক দূর্যোগ প্রবণ এলাকা
জেনারেল হাসাপাতাল ০১ টি ১০০ শয্যা বিশিষ্ট (২৫০ শয্যায় উন্নিত করন করা হয়েছে)
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ০৩ টি
স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র ৫০ টি
কলেজের সংখ্যা ২৮ টি (৮টি সরকারিসহ)
মাদ্রাসার সংখ্যা ৭০ টি
মাধ্যামিক বিধ্যালয় ১৭৩ টি (৫ টি সরকারিসহ)
জুনিয়র হাইস্কুল ২৭ টি
প্রাথমিক বিদ্যালয় ৭১৯ টি
পাবলিক লাইব্রেরি ০৫ টি
সার্কিট হাউজ ০১ টি
ডাকবাংলো (জেলা পরিষদ) ০৬ টি

আয়তন

১১২৫.৬৯ বর্গ কিলোমিটার।

অবস্থান

২৩˙০০‌‌˝ উত্তর অক্ষাংশ থেকে ২০˙-৩০‌‌˝ উত্তর অক্ষাংশ এবং ৮৯˙-৫৬˝ পূর্ব দ্রাঘিমাংশ থেকে ৯০˙-২১˝ পূর্ব দ্রাঘিমাংশ।

সীমানাঃ

উত্তরে

ফরিদপুর ও মুন্সিগঞ্জ জেলা।

পূর্বে

শরিয়তপুর জেলা।

পশ্চিমে

ফরিদপুর ও গোপালগঞ্জ

দক্ষিনে

গোপালঞ্জ ও বরিশাল

জনসংখ্যা

১২,৯৩,০২৭ জন (জনশুমারি ও গৃহগণনা ২০২২)

নদ-নদী

আড়িয়াল খাঁ, কুমার, লোয়ার কুমার, কাঁটা কুমার, কৃর্ত্তীনাশা, পদ্মা, বিল পদ্মা, ময়নাকাটা, টরকী।

জলবায়ু

মাদারীপুর জেলার বার্ষিক সর্বোচ্চ গড় তাপমাত্র ৩৫.৮ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন গড় তাপমাত্রা ১২.৬ ডিগ্রী সেলসিয়াস। বার্ষিক গড় বৃষ্টিপাত ২১০৫ মিলিমিটার।

জীব-বৈচিত্র্য

উষ্ণ ও আদ্র। বার্ষিক গড় বৃষ্টিপাত ২১০৫ মিলিমিটার। সর্বোচ্চ গড় তাপমাত্র ৩৫.৮ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন গড় তাপমাত্রা ১২.৬ ডিগ্রী সেঃ। আবহাওয়া-স্বাস্থ্যকর।

জীব-বৈচিত্র্য

পরিবেশের ভারসাম্যহীনতার কারণে জীব বৈচিত্র্য নষ্ট হতে চলেছে। বিভিন্ন প্রজাতির পশু-পাখি, গাছপালা ও মৎস হারিয়ে যাচ্ছে।

মাদারীপুরে মূল্যবান গাছের সংখ্যা খুবই কম। এখানে কোন রাষ্ট্রীয় বনভূমি নেই। জেলায় নারিকেল, সুপারি খেজুর ও তালগাছ প্রচুর জন্মে। মাদারীপুরের খেঁজুরের গুড় খুবই বিখ্যাত।

বিলুপ্ত প্রায় বন্য প্রানীদের মধ্যে রয়েছে-খেঁকশিয়াল, বাগডাসা, খাটাস, বেজি, গুইসাপ, রক্তচোষা, বাদুর ইত্যাদি।

বিলুপ্ত প্রায় পাখিগুলো হচ্ছে- শঙ্খচিল, দাড়কাক, তিলাঘুঘু, কাটঠোকরা, লক্ষ্মীপেঁচা, কানাকুয়া, ডাহুক, পানকৌড়ী, ভাতশালিক ইত্যাদি।

এছাড়া চিতল, বোয়াল, পাবদা ও মাগুর সহ প্রায় ২০ প্রজাতির মাছ হারিয়ে যাওয়ার পথে।

 

উপজেলার তালিকা :

মাদারীপুর জেলায় মোট উপজেলা রয়েছে ৫ (পাঁচ) টি,

১. মাদারীপুর সদর উপজেলা

২. কালকিনি উপজেলা

৩. রাজৈর উপজেলা

৪. শিবচর উপজেলা ও

৫. ডাসার উপজেলা

 

নদ-নদী

আড়িয়াল খাঁ, কুমার, লোয়ার কুমার, কাঁটা কুমার, কৃর্ত্তীনাশা, পদ্মা, বিল পদ্মা, ময়নাকাটা, টরকী।

জলবায়ু

মাদারীপুর জেলার বার্ষিক সর্বোচ্চ গড় তাপমাত্র ৩৫.৮ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন গড় তাপমাত্রা ১২.৬ ডিগ্রী সেলসিয়াস। বার্ষিক গড় বৃষ্টিপাত ২১০৫ মিলিমিটার।

Madaripur District - মাদারীপুর জেলা

Madaripur District – মাদারীপুর জেলা

জীব-বৈচিত্র্য

উষ্ণ ও আদ্র। বার্ষিক গড় বৃষ্টিপাত ২১০৫ মিলিমিটার। সর্বোচ্চ গড় তাপমাত্র ৩৫.৮ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন গড় তাপমাত্রা ১২.৬ ডিগ্রী সেঃ। আবহাওয়া-স্বাস্থ্যকর।

জীব-বৈচিত্র্য

পরিবেশের ভারসাম্যহীনতার কারণে জীব বৈচিত্র্য নষ্ট হতে চলেছে। বিভিন্ন প্রজাতির পশু-পাখি, গাছপালা ও মৎস হারিয়ে যাচ্ছে।

মাদারীপুরে মূল্যবান গাছের সংখ্যা খুবই কম। এখানে কোন রাষ্ট্রীয় বনভূমি নেই। জেলায় নারিকেল, সুপারি খেজুর ও তালগাছ প্রচুর জন্মে। মাদারীপুরের খেঁজুরের গুড় খুবই বিখ্যাত।

বিলুপ্ত প্রায় বন্য প্রানীদের মধ্যে রয়েছে-খেঁকশিয়াল, বাগডাসা, খাটাস, বেজি, গুইসাপ, রক্তচোষা, বাদুর ইত্যাদি।

বিলুপ্ত প্রায় পাখিগুলো হচ্ছে- শঙ্খচিল, দাড়কাক, তিলাঘুঘু, কাটঠোকরা, লক্ষ্মীপেঁচা, কানাকুয়া, ডাহুক, পানকৌড়ী, ভাতশালিক ইত্যাদি।

এছাড়া চিতল, বোয়াল, পাবদা ও মাগুর সহ প্রায় ২০ প্রজাতির মাছ হারিয়ে যাওয়ার পথে।

Madaripur District - মাদারীপুর জেলা

Madaripur District – মাদারীপুর জেলা

উপজেলার তালিকা :

মাদারীপুর জেলায় মোট উপজেলা রয়েছে ৫ (পাঁচ) টি,

১. মাদারীপুর সদর উপজেলা

২. কালকিনি উপজেলা

৩. রাজৈর উপজেলা

৪. শিবচর উপজেলা ও

৫. ডাসার উপজেলা

Check also: Padma Bridge Paragraph Writing

You may also like

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More