Saturday, October 12, 2024
Home Popular Post 100+ Top Facebook caption bangla – New Attitude Caption Bangla 2024

100+ Top Facebook caption bangla – New Attitude Caption Bangla 2024

New Attitude Caption Bangla 2024

by amarbanglablog
336 views
Caption for Facebook  caption for profile picture  facebook caption bangla  bangla caption  sad caption bangla

Facebook caption bangla : Facebook প্রোফাইলে ভালো ক্যাপশন কে না দিতে চায়। কিন্তু মনমতো ভালো ক্যাপশন খুঁজে পাওয়া খুব মুশকিল। তাই আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্টে খুব সুন্দর সুন্দর কিছু ফেসবুক ক্যাপশন নিয়ে হাজির হতে। এই Attitude Caption Bangla গুলি নিজের পছন্দমত ছবিতে লাগিয়ে ফেসবুকে আপলোড করে দিতে পারবেন। বেস্ট ক্যাপশন বাংলা 2024 ।

Islamic Caption Bangla-ইসলামিক ক্যাপশন বাংলা

100+ Best Life Status Bangla

50+Bangla Sad Caption | কষ্টের স্ট্যাটাস বাংলা

100+ Best Life Status Bangla (জীবন স্ট্যাটাস বাংলা)

Facebook caption bangla :

Facebook caption bangla

Facebook caption bangla

ফেসবুকে লাইকস ও ফলোয়ার বাড়ানোর ক্ষেত্রে এই ধরণের ক্যাপশন গুলো খুব সাহায্য করে। অনেক ফেইসবুক গ্রুপ ও পেজেও ভালো ছবির সাথে বাংলা স্টাইলিশ ক্যাপশন পোস্ট করা হয়ে থাকে। আমার আমাদের কালেকশন থেকে সেই ধরণের সুন্দর কিছু ক্যাপশন দিয়ে রাখলাম যাতে এই ধরণের ছবি পোস্ট করতে অনেকটা সাহায্য পাওয়া যায়। দেওয়া রইলো প্রায় ১০০টি সেরা ফেসবুক ক্যাপশন। Attitude Caption Bangla  

শুধু ফেসবুক ক্যাপশন নয়, এগুলো WhatsApp এর Status হিসেবেও ব্যবহার করা যেতে পারে।

Facebook caption bangla :

জানি ফিরবেনা,
এই মনের নীড়ে, তবুও
অপেক্ষায় থাকবো সারা জীবন ধরে।
ছেড়ে দিলেই যদি ছাড় পাওয়া যেতো
তবে উপন্যাসের শেষ পাতায় সবাই সুখ খুঁজে পেতো …
তুই ঠিকই বলেছিলিস,
Yes, I Deserve Better
সম্পর্ক চলা কালীন নয়,
সম্পর্ক ভাঙার পর বুঝবে,
কাকে কার কতটা প্রয়ােজন ছিল।
প্রেম?
নাহ!
ওটা থেকে এখন দূরে থাকি।
কোথাই খুঁজবাে তাকে..?
সে তো হারায়নি, বদলে গেছে।
ভালোবাসা থেকে বিয়ের দূরত্ব,
হল​ বেকারত্ব।
দোষটা তোর না!
হয়তো আমার ভাগ্যে,
ভালোবাসা লেখা ছিলো না।

Best Love Caption In Bengali :

Best Love Caption In Bengali

Best Love Caption In Bengali

আমাদের জীবনের সবথেকে সুন্দর অনুভূতি গুলোর মধ্যে একটি হলো ভালোবাসা বা প্রেম। ভালোবাসা মানে শুধু আকর্ষণ ও বিশ্বাস নয়, ভালোবাসা মানে যত্ন, ঘনিষ্ঠতা, আকর্ষণ, স্নেহ এবং বিশ্বাসের উপর তৈরী একটি মজবুত সম্পর্কক। এই সম্পর্ককে আরো মধুর এবং মজবুত করে তুলতে প্রেমীরা Facebook তে তাদের ভালোবাসার ছবি পোস্ট করে থাকে। কিন্তু এমন অনেক প্রেমী রয়েছে যারা সঠিক ছবির জন্য সঠিক ক্যাপশন খুঁজে পাইনা। এবং আপনিও যদি তাদের মধ্যে একজন হন তাহলে আপনি একদম সঠিক ওয়েবপেজে এসেছেন কারণ আমরা আপনাদের জন্য সেরা  Bengali Love Caption নিয়ে এসেছি।

Bengali Love Caption :

আমি আমার জীবনকে ভালবাসি
কারণ এটি তোমাকে দিয়েছি !!
আমি তোমাকে ভালোবাসি
কারণ তুমিই আমার জীবন !!!
একটা অবাক করা বিষয় কি জানো
একটা সময় তোমাকে চিনতাম না
আর এখন তোমাকে ছাড়া আমার চলেই না।
তোমাকে দেখার পরে…
যে ভালোবাসা শুরু হয়েছে,
মনের ভিতর তার শেষ বলে কিছু নেই…
জীবন সঙ্গী হিসেবে তাকেই চাই,
যার কাছে হাজার অপশান থাকা সত্ত্বেও,
তার একমাত্র চয়েস শুধু আমি
যদি রূপ চাও,
তবে হয়তো আমি শূন্য…
তবে যদি ভরসার একটা কাঁধ
আর বিশ্বাসের দুটো হাত চাও,
তবে তাতে আমি পরিপূর্ণ
যদি ডাইরিতে লেখা প্রতিটা ওয়ার্ড
তোমার কাছে পৌছে যেত
তবে বুঝতে পারতে কতটা ভালোবাসি তোমায়
ভালোবাসা মানে,
অনুভবের রংতুলিতে
তোমায় ঘিরে হাজার স্বপ্ন আঁকা।
অদৃশ্য বেপরোয়া বন্ধন
জুড়ে আছে দুই হৃদয়ের মাঝে,
তোমার সাথে বৃদ্ধ হতে চাই”
বলতে পারি না লাজে।
পিছনে পড়ে থাকলে থাক
পুরো একটা শহর
তোমার সাথে থাকতে চাই
আমি পুরো প্রহর
নির্দিষ্ট একজনের মুগ্ধতায় আটকে গেলে
অন্য কাউকে আর ভালো লাগে না।
আমি তার কথার মুগ্ধতায় আটকে গেছি
তার হাসি টাই আমায় তাকে ভালোবাসতে শিখিয়েছে!
তোমার চোখের মরনফাঁদে,
যেই দিয়েছি ডুব…
আর পারিনি উঠতে আমি,
তলিয়ে গেছি খুব….
মন ছুঁটে যায় মনের টানে,
ভালোবাসা তারিই যে মানে,
তুমি এসো না আমার প্রানে,
ভালোবাসি বলবো গানে গানে।
এই কাঁধে মাথা রেখে,
তুমি যখন ভালোবাসি বলো,
তখন মনে হয়
তোমাকে আরো হাজারগুন
বেশি ভালবাসি…
তোমাকে ভালো লাগার আগে,
অনেক বছর একা ছিলাম।
কিন্তু তোমাকে দেখার পরে,
যে ভালোবাসার রং লেগেছে মনে,
এখন তোমাকে ছাড়া এক
মুহূর্ত একা থাকতে মন চায় না।
তুমি জানতে চাও আমার ভালোবাসার
মানুষটি কে?
তাহলে প্রথম শব্দটি আবার পড়ো।
তোমাকে ভালোবেসেছি,
ভালোবাসছি আর ভবিষ্যতেও ভালোবাসবো।
নিশ্চিন্তে থেকো প্রিয়,
তোমার স্থান অন্য কারো দ্বারা পূর্ণ করা সম্ভব নয়।
সৌন্দর্য দেখে
তোমাই ভালোবাসিনি,
ভালোবাসি তাই
তুমি আমার কাছে সুন্দর…
তুই কাছে থাকিস বা দূরে,
মনে মনে বা ফোনের ইনবক্সে
তোকে আমার সময়ে অসময়ে
সবসময় প্রয়োজন
তোর প্রতি ভালোবাসা?
সে তো চিরস্থায়ী।
আর প্রেম?
সে তো রোজ পড়ি,
তোর প্রতিটা কথায়,
তোর প্রতিটা নতুন ছবিতে,
প্রতিটা পাগলামিতে।
কি বাঁধনে বেঁধেছো তুমি।
প্রেম ,প্রীতি আর আশায়!
রাধার মতো জ্বলছি তাই
মিষ্টি মধুর ভালবাসায়…
ঘুমোনের আগে আমার শেষ ভাবনা.!
সেটা হলো তুমি,
আর ঘুম থেকে উঠে আমার প্রথম ভাবনা
সেটা হলো তুমি।
ভালোবাসি অনেক ভালোবাসবো তোমাকে
চাই সারাজীবন থাকো আমার সাথে।
ঝগড়ার সময় যতই বলি
তোর সাথে থাকা অসম্ভব,
আসলে তোকে ছাড়া থাকাটাই
অসম্ভব।
জানিনা আমাদের ভবিষ্যৎ কেমন হবে,
জানিনা আমাদের গল্পটা পূর্ণতা পাবে কিনা,
কিন্তু তুমি পাশে থাকলে সবই সম্ভব।
মানুষ মানুষের জন্য,
পাখি আকাশের জন্য,
সবুজ প্রকৃতির জন্য,
পাহাড় ঝর্নার জন্য,
ভালোবাসা সবার জন্য,
আর তুমি শুধু আমার জন্য।

Facebook caption bangla sad :

Hello friends! বর্তমানে আমরা প্রত্যেকেই সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটগুলো ব্যবহার করে থাকি। আর Social Media ওয়েবসাইটগুলোতে সকলেই বিভিন্ন ধরনের স্ট্যাটাস post করতে অধিক পছন্দ করে থাকি।

আজকাল boys এবং girls তাদের সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটের প্রোফাইলে বিভিন্ন কষ্টের স্ট্যাটাস বা মন খারাপের স্ট্যাটাস আপলোড (upload) করে থাকে। এ কারণে বর্তমানে Sad Bangla Status খুবই জনপ্রিয়।

Bangla Sad Caption  sad caption bangla  sad caption    fb sad caption bangla bangla caption

Bangla Sad Caption  sad caption bangla  sad caption    fb sad caption bangla bangla caption

Sad Bangla Status : 

1. কোন বিষয়ে আঘাত পেলে এখন আর কষ্ট পাই না..!! কারণ কষ্ট পাওয়াটা এখন আমার অভ্যাস হয়ে গেছে।

2. জীবনে কাউকে নিয়ে বেশি আশা করলে, দুঃখ ছাড়া কিছুই পাওয়া যায় না!

3. স্বার্থপর হয়ে সারা জীবন সুখে থাকার চেয়ে, নিঃস্বার্থহীন হয়ে সারাজীবন কষ্ট পাওয়া অনেক ভালো!

4. যে মানুষটা অল্পতেই খুশি হয়ে যায়… তার কপালে সেই অল্প জিনিসটা ও থাকেনা!

5. যখন দেখি কারোর কাছে আমি বিরক্তিকর হয়ে যাচ্ছি, তখন আমি নিজে থেকে দূরে সরে যাই!

6. কাউকে যদি বেশি মায়া করো,, তবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে!

7. কাউকে খুব বেশি আপন ভাবতে নেই! কারণ আপন মানুষগুলো জানে, ঠিক কোথায় আঘাত করতে হয়।

8. জীবনে এমন কাউকে এখনো পায়নি, যে আমাকে আমার মতো করে বুঝবে!

9. সময়ের সাথে সাথে মানুষ গুলো বদলে যায়! কিন্তু আমি বদলাতে পারলাম না, রয়ে গেলাম আগের মতো একা।

10. সব সময় নিজেকে খুব একা ভাবি!! কারণ জানি আমার পাশে থাকার মতো কেউ নেই।

11. অন্ধকারের রাত জাগা চোখ গুলো…. জানে কবিতা লিখতে! কারণ আমিও অভ্যস্ত নিঃশব্দে অন্ধকারের কোলে মাথা রাখতে।

12. দুঃখের সময় গুলো অনেক দীর্ঘ হয়! আর সুখের মুহূর্ত গুলো ক্ষনিকেই চলে যায়।

13. যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায়, তখন সেই ভালোবাসা সুখের চেয়ে বেশি কষ্ট দেয়!

14. মৃত্যু শব্দটা কারোর কাছে খুব ভয়ংকর..!! আবার কারোর কাছে মুক্তির উপায়।

15. এখন কষ্ট গুলোকে লুকিয়ে রেখে হাসিমুখে বলতে শিখে গেছি: আমি ভালো আছি, অনেক ভালো!

16. জীবনে অনেক কিছু মেনে নিতে হয়! হয়তো নিজের ভুলে, নয়তো ভাগ্যের পরিহাসে।

17. বেঁচে আছি এটাই অনেক!! ভালো থাকতেই হবে, এমন তো কোনো কথা নেই।

18. যে কপালে লেখা আছে দুঃখ, সে কপালে সুখের আশা করি কি করে!

19. কাউকে ঘৃণা করার মতো সময় আমার নেই! হয় প্রচন্ড ভাবে ভালোবাসবো, না হয় একদম চুপচাপ দূরে চলে যাবো।

20. ভালো না থাকলেও ভালো আছি বলতে হয়!ভালো থাকাটা শুধুমাত্র অভিনয়।

21. তোমার ভালোবাসার মানুষকে নিয়ে তুমি খুব সুখী থেকো..!! আর আমি না হয় থাকবো নিকোটিনের আড়ালে।

22. কিছু কিছু মুহূর্তে মানুষ খুব একা হয়ে যায়!! যার চোখের একফোঁটা জল দেখার মতো কেউ থাকে না।

23. যে মানুষটার জন্য.. তুমি সবার থেকে দূরত্ব বাড়িয়ে নেবে…. একদিন সেই মানুষটা তোমাকে দূরে করে দেবে!

24. কখনো কখনো মন কে এটা বলে সান্ত্বনা দিতে হয় যে, চাইলেও সব কিছু পাওয়া যায় না!

25. জীবনের ক্লান্ত পথে নিজেকে হারিয়ে ফেলেছি। চলতে চলতে আজ অচেনা পথে এসে দাঁড়িয়েছি। তবুও পেলাম না সুখের দেখা!

26. দুঃখ একটাই.. আমাকে আমার মতো করে বোঝার কেউ নেই!

27. কিছু কষ্টের পরিমাণ এতো বেশি হয় যে, না প্রকাশ করা যায় না কাউকে বোঝানো যায়! শুধু নীরবে চোখের জল ফেলতে হয়।

28. আমি মরে গেলে… হয়তো কেউ একজন আমার বিরক্তি থেকে বেঁচে যাবে!

29. সব হাসি সুখের হয় না! কখনো কখনো এক বুক কষ্ট চেপে রেখেও হাসিমুখে সবার সামনে দাঁড়াতে হয়!

30. হয়তো সবার কাছে ভালো হতে পারিনি! তবে এটুকু বলতে পারি, কখনো কারো খারাপ চাইনি।

31. যে থাকার সে শত বাধা বিপত্তির পরেও থেকে যাবে! আর যে যাওয়ার সে সামান্য কারণেই চলে যাবে।

32. আমি আমার ভুলের জন্য কষ্ট পাচ্ছি! তাই কাউকে আর দোষ দিতে চাই না।

33. কিছু মানুষ অপরাধ না করেও সারাজীবন অপরাধী হয়ে থেকে যায়…!! আর কিছু মানুষ অপরাধ করেও খুব সুন্দর ভাবে ঘুরে বেড়ায়।

34. কষ্টটা একান্তই নিজের!!!!! ওটা ভাগ করার মতো উপায় নেই।

35. আঘাত দেওয়া মানুষ গুলো কখনোই বুঝতে পারে না যে, আঘাত পাওয়া মানুষটার ঠিক কি পরিমাণ যন্ত্রণা হয়!

100+ Best Life Status Bangla

১. প্রার্থনা করি যে যাকে ভালোবাসে তাকেই যেন পায় কারণ, অসমাপ্ত ভালোবাসা সত্যিই খুব কাঁদায়।

২. আজ বলবো কি যে তোমায়, তুমি অনেক ভালো থেকো

আমি আমার মত না হয়, প্লিজ নিজের খেয়াল রেখো

অনেক ভালো থেকো।

৩. নিজেকে এমনভাবে বদলে ফেলো, যেন সবাই সেই পুরনো তুমিটাকেই খুঁজতে থাকে।

৪. তোমার ফেলে যাওয়া স্মৃতিগুলো প্রতি মুহূর্তে ক্ষত বিক্ষত করছে আমায়। তবুও কেন যে আমি ভুলতে পারছি না তোমায়…

৫. জীবনে অনেক কঠিন মুহূর্তের সম্মখীন হয়েছি, কিন্তু এই রকম বাস্তবতার সম্মখীন হইনি। যাদের আপন বলে ভাবতাম তারাই আজ ছেড়ে চলে গেল।

৬. রাত ১২ টা পযর্ন্ত কে অনলাইনে থাকে জানো? যার জীবনের ১২ টা বেজে গেছে।

৭. ভালোবাসি বলে বিশ্বাস রাখি, তুই আবার আমার মাঝে ফিরে আসবি।

৮. অবহেলা কতটা যন্ত্রণাদায়ক এইটা শুধু তারাই বুঝে। যারা প্রতিনিয়ত অবহেলিত…।

৯. বদলে গেছি আজ দুজনেই। একজন নিজের ইচ্ছায় আর একজন বাধ্য হয়ে।

১০. মানুষ দুটো সময় চুপ থাকে।

যখন তার কথা বলার কিছু থাকে না। আর যখন তার অনেক কিছু বলার থাকে কিন্তু বলতে পারে না।

১১. কখনো কখনো ভালোবাসার মানুষের ভালোর জন্যই… তার থেকে দূরে চলে যেতে হয়।

১২. খুব জানতে ইচ্ছে করছে, আমার জন্য কি বিন্দু মাত্র কষ্ট ও হয় না তোমার…?

১৩. যার অবহেলায় তুমি বদলে যাবে। একদিন সেই বলবে, তুমি অনেক বদলে গেছ।

১৪. যার সাথে যতটুকু কথা বলা প্রয়োজন, ততটুকুই বলবো। নাহলে কথাগুলোর দাম পাওয়া যায়না।

১৫. যখন কেউ বুঝে যাবে যে, আপনি তার প্রতি দুর্বল

ঠিক তখন থেকেই শুরু হয়ে যাবে, অবহেলা নামক অধ্যায়ের।

Fb sad caption bangla :

visit : www.sarkar4u.com

১৬. ভালোবাসা বদলায় না, বদলে যায় মানুষগুলো।

অনুভূতিরা হারায় না, হারিয়ে যায় সময়গুলো।

১৭. যারা খুব সহজে সবাইকে আপন করে নেয়, তারাই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পায়… …

১৮. বাস্তবতা কি জানেন?

ভালো হয়তো আপনিও থাকতে পারতেন, যদি স্বার্থপর হতেন।

১৯. তুমি হারিয়ে গেলে ঠিকই তোমায় খুঁজে নিতাম।

কিন্তু, তুমিতো বদলে গেছো।

২০. এই যে শুনছো,

– এই শহরে তোমার আপন বলতে আছে শুধু নিজের ছায়া… সাবধানে চইলো।

২১. তুমি হারিয়ে গেলে ঠিকই তোমায় খুঁজে নিতাম। কিন্তু, তুমিতো বদলে গেছো।

২২. কয়েকদিন মিথ্যা অভিনয় করে,

– কারো জীবনের আলোর প্রদীপ নিভিয়ে দিও না…।

২৩. সত্যি,

– না পাওয়ার চেয়ে, পেয়ে হারানোর যন্ত্রনাটা একটু বেশিই হয়ে থাকে।

২৪. হয়তো টাকার বিনিময়ে অনেক কিছুই পাওয়া যায়। কিন্তু, প্রিয় মানুষের ভালোবাসা টা আর মুখ টা না…।

২৫. খুব মিস করছি একজনকে। না পারছি বলতে, না পারছি ভুলতে।

২৬. আমি তাকে যতবার মনে করি। সে ততবার নিশ্বাস ও নেয় না।

২৭. পরিচয় অল্প দিনের হলেও। রেখে যাওয়া স্মৃতি সারাজীবনের।

২৮. মাঝ রাতের বোবা কান্না আর চোখ বেয়ে পড়া জল গুলো কখনো মিথ্যে হয় না।

Bangla Sad Caption  sad caption bangla  sad caption    fb sad caption bangla bangla captionBangla Sad Caption  sad caption bangla  sad caption    fb sad caption bangla bangla caption
Bangla Sad Caption  sad caption bangla  sad caption    fb sad caption bangla bangla caption

২৯. জীবনে এমন কাউকে কখনো পাইনি। যে আমাকে আমার মতো করে বুঝবে।

৩০. বাল প্রেম করে কি লাভ? সেই তো পরিবারের অজুহাত দিয়ে,ঠিকি অন্য কাউকে বিয়ে করে নিবা।

৩১. ওরা ভীষণ রকমের স্বার্থপর হয়, যারা প্রয়োজনের তাগিদে প্রিয়জন পরিবর্তন করে…।

৩২. তফাৎ এতটুকুই… …

তুমি কাদিঁয়ে বলো ভালোবাসি। আর আমি কেদেঁ বলি ভালোবাসি।

৩২. যারা দিনের আলোতে বেশি হাসে, রাতের আধারে তারাই সবচেয়ে বেশি কাদে।

৩৩. হ্যালো প্রিয়,

এই যে আমার দৈনন্দিন জীবনের সমস্যা গুলো,

দয়া করে আমাকে কিছু ডিসকাউন্ট দিন,

আমি আপনার নিয়মিত গ্রাহক।

৩৪. আমিও অপেক্ষায় ছিলাম তার জন্য।

– কিন্তু সে এটা বুঝলো না।

৩৫. একবার ফ্যামিলি প্রবলেমে পড়ে দেখুন,

– পৃথিবীর কোনো কিছু আর ভালো লাগবে না।

 

Attitude Caption in Bengali :

Attitude Caption in Bengali

Attitude Caption in Bengali

বর্তমানে খুব প্রচলিত। আপনি ইন্টারনেট অনকে Attitude Caption in Bengali পেয়ে যাবেন তবে আমরা কিছু নতুন বাংলা অ্যাটিটিউড ক্যাপশন এর সংগ্রহ আপনদের সাথে প্রস্তুত করার চেষ্টা করছি আশা করছি আপনারা অবশ্যই পছন্দ করবেন।

Facebook caption for girls :

 

You may also like

1 comment

Top 10 Universities of Bangladesh - 2024 - Amarbanglablog January 31, 2024 - 5:02 pm

[…] 100+ Top Facebook caption bangla – New Attitude Caption Bangla 2024 […]

Reply

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More