Wednesday, September 11, 2024
Home Status 100+ Best Meyeder Profile Pic Caption-মেয়েদের প্রোফাইল পিক ক্যাপশন

100+ Best Meyeder Profile Pic Caption-মেয়েদের প্রোফাইল পিক ক্যাপশন

Meyeder Profile Pic Caption

by amarbanglablog
325 views
Meyeder Profile Pic Caption-মেয়েদের প্রোফাইল পিক ক্যাপশন

Meyeder Profile Pic Caption নিয়ে আমাদের আজকের পোস্ট । ক্যাপশন গুলো অনেক সুন্দর, তাই আপনার ফেসবুক ক্যাপশন হিসেবে এগুলো দিতে পারেন । অনেকেই মেয়েদের জন্য কিছু ভালো ভালো প্রোফাইল পিকচার ক্যাপশন খুঁজেন । এগুলো মূলত তাদের জন্যই । আসুন তাহলে দেখে নেয়া যাক আমাদের আজকের ক্যাপশন গুলো ।

Meyeder Profile Pic Caption

Meyeder Profile Pic Caption

মেয়েদের প্রোফাইল পিক ক্যাপশন :

১. আমায় নিয়ে বাড়াবাড়ি রকমের ভালোবাসার আয়োজন করেছিল কেউ। ‌ তাই এত তাড়াতাড়ি আয়োজন শেষ হয়ে গেছে।

২. বিষের চেয়ে ও বিষাক্ত বেশি, সে হলো পারা প্রতিবেশী।

৩. ক্ষেত্র বিশেষে আমাদের যার যার পছন্দের রং ভিন্ন হলেও ভালোবাসার রং একই থাকে।

৪. কার খবর কে রাখে? আসলেই কি সবাই ভালো থাকে?

৫. প্রিয় মুহূর্তগুলো এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ভাবতেও পারিনি। ‌যেন মনে হল এক মুহূর্তে এক যুগ পার হয়ে গেছে।

৬. সবাই স্বপ্ন দেখতে ভালোবাসে তাই জীবনের অধিকাংশ সময় চোখ বন্ধ করে রাখে। সবকিছু দেখেও না দেখার ভান করে।

৭. সবার সাথে ভালো থাকার অভিনয়টা করা গেলেও, নিজের সাথে করা যায় না। ‌

৮. অপেক্ষা টা সেই করে যে মন থেকে ভালবাসে।

৯. মিছে মায়ার বন্ধন গুলো এতটাই সত্যিই মনে হয় যে, চাইলেও দূরে থাকা যায় না। ‌

১০. পায়ের নুপুরের শব্দ দিয়ে আমি তাকে বেঁধে নিতে চাই।‌ সে আমাকে যতটা ভালবাসবে তার চাইতে হাজার গুণ ভালোবাসা আমি তাকে ফিরিয়ে দেবো।

১১. হ্যাঁ আমরা মেয়েরা সত্যি ছলনাময়ী। কারন আমরা হাসিমুখে হাজারো কষ্ট লুকাতে জানি।

১২. সবাই বলে মনের সৌন্দর্য নাকি আসল। এদিকে রূপের মাপকাঠিতে হেরে গেলাম। দিন শেষে সবাই বাইরের সৌন্দর্যের পূজারী।

১৩. রুপে না হোক হাসিতে ঠিকই দুনিয়া জয় করে নেব। ভুবন ভুলানো হাসিতে মুগ্ধ করে দেবো সবাইকে।

100+ Best Islamic Facebook Bio-ইসলামিক ফেসবুক বায়ো

১৪. আমরা মেয়েরা শুধু হৃদয় ভাঙার গল্পের নায়িকা হতে চাই না। সঠিক মানুষ পেলে আমরাও বিশ্বস্ততার ইতিহাস রচনা করতে পারি।

১৫. আমার ইচ্ছে গুলোকে মাঝে মাঝে আকাশে ওড়া পাখির মত স্বাধীনতা দিতে ইচ্ছে করে। নিষ্পাপ আর নিশ্চিন্ত ভাবে যেন উড়তে পারে।

১৬. নিজের রাজ্যে আমিও রাজকুমারী। আমার সিংহাসনে বসে আমি আমার সমস্ত ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারি।

১৭. ছোটবেলার সেই কিশোরী আমি কে বড্ড মনে পড়ে। চঞ্চল চপলা হরিণী আমি যেন শুধুই এক স্মৃতি।

১৮. স্মৃতির দরজায় খিল দেয়ার পরেও কেনো যেন তার কথা খুব মনে পড়ে। ভালোবাসা জানালায় আজ কুয়াশা জমে গেছে।

১৯. ছোটবেলার গল্পের বইগুলোতে তেপান্তরের মাঠ খুব বিশ্বাস করতে মন চাইতো। যেন আমি রাজকুমারী আর রূপান্তরের মাঠে আমার রাজ্য।

রোম্যান্টিক প্রোফাইল পিক ক্যাপশন :

১. তোমাকে পাওয়া মানে রাত জেগে জোছনা পাওয়ার মুহূর্ত। তাই তোমার আমার সময়টুকু দীর্ঘস্থায়ী হোক।

২. কেনো যেনো সব হারিয়ে তোমাকে ছুঁয়ে যেতে চাই। হয়তো একদিন তোমাতেই হারিয়ে যাবো আমি।

৩. শীতের সকালে ঘাসের ডগায় ভেজা শিশির ও তোমাকে ছুঁয়ে যাওয়ার মুহূর্তটা মনে করিয়ে দেয়। যেনো চির সতেজ হবার অনুভূতি।‌

৪. হয়তো এক সময় তোমার চুলে আলতো করে হাত রাখবো। তোমার হঠাৎ করে কেঁপে ওঠা চোখ বন্দী হবে আমার চোখে।

৫. অত অভিমানী হয়ো না। তোমার ঠোঁট ও ধরাশায়ী হয়ে যাবে আমার ভালোবাসার কাছে।

৬. তোমাকে পাওয়ার জন্যে পরোয়ানা জারি করে দিবো। দেখা মাত্রই জড়িয়ে ধরার আইন প্রনয়ন হবে আমার সংবিধানে।

৭. আমি যখন তোমাকে কাছে টেনে নিবো।‌ আমাকে হারিয়ে দেওয়ার ক্ষমতা তোমার থাকবে না।

৮. আমার সামনে তোমার উপস্থিতি আমাকে আরো বেশি পাগল করে তোলে। কিভাবে বোঝাবো ঔ মুহূর্তেই তোমার একটু আত্মসমর্পন এক বিরাট ইতিহাস রচনা করতে পারে।

Meyeder Profile Pic Caption-মেয়েদের প্রোফাইল পিক ক্যাপশন

Meyeder Profile Pic Caption-মেয়েদের প্রোফাইল পিক ক্যাপশন

৯. কোন এক নিশি রাত তোমার আমার সন্ধিক্ষণের সঙ্গী হবে। এই রাত হবে চির যৌবনা।

১০. তোমার কাজল কালো চোখে এক দীর্ঘ চুম্বন এঁকে দিবো। যতবার কাজল পোরবে ততবার আমার এই ভালোবাসার কথা মনে পড়বে।

১১. আবরণে ঢেকে রাখা ভালোবাসা ও মাঝে মাঝে উন্মুক্ত করে দিতে হয়। তা না হলে মৌমাছি আসবে কিভাবে?

১২. ওহে পূর্ণতার মুহূর্ত তুমি জান প্রেমিকার মাদকাসক্তের মতো নিজের কাছে টেনে নিতে পারে। প্রেমিকার নিঃশ্বাস কয়েদ করে নেবে আমার নিঃশ্বাসকে।

রোম্যান্টিক প্রোফাইল পিক ক্যাপশন

রোম্যান্টিক প্রোফাইল পিক ক্যাপশন

প্রোফাইল পিকচার বাংলা ক্যাপশন :

রোম্যান্টিক প্রোফাইল পিক ক্যাপশনরোম্যান্টিক প্রোফাইল পিক ক্যাপশনরোম্যান্টিক প্রোফাইল পিক ক্যাপশন

১। একটা সময় ছিল আমার অভিমান গুলোর কদর ছিল,অভিমান ভাঙানোর হাজার চেষ্টা করত,না খাইলে জোর করে লোকমা তুলে খাইয়ে দিত,আজ আর কেউ সারাদিন উপোষ থাকলেও একটু খাবার মুখে দেওয়ার মত নেই,হারিয়ে গেছে রঙিন দিনগুলি ।

২। চলার পথে ,পথের বাঁকে নেই তো আপন পর,
কি আর পাবি কি আর দিবি আঙ্গুল গুণে কি!
লাভের খাতায় হিসাব করে জীবন ভরে কি?
আজ পাওনা দেনা মিটিয়ে দিয়ে আয়রে ছুটে আয়।

৩। সুযোগ এসেছে আজ, শেষবার আকাশ দেখার
দেহের কী দাম আর। সে তো শুধু মালিক, ছায়ার।

৪। যেখানে মনে হবে আর সম্ভব না ; সেখানেই খুঁজতে হবে সম্ভাবনা।

৫। আমি প্রয়োজনে সীমাবদ্ধ
কারো প্রিয় হয়ে উঠার সামর্থ আমার নেই

ফেসবুক প্রোফাইল পিকচার স্ট্যাটাসফেসবুক প্রোফাইল পিকচার স্ট্যাটাসফেসবুক প্রোফাইল পিকচার স্ট্যাটাসফেসবুক প্রোফাইল পিকচার স্ট্যাটাস

ফেসবুক প্রোফাইল পিকচার স্ট্যাটাস :

১। সেই ছেলে গুলাই ছ্যাচড়া হয় যেগুলা মেসেজ সিন এর পর রিপলে না পেয়ে আবারো মেসেজ দেয়

২। সবার সাথে তাল মিলিয়ে
চলা আমার পক্ষে সম্ভব নয়।
কারন আমি মানুষ
তবলা নই।

৩। আর নয় নিস্ফল ক্রন্দন
শুধু নিজের স্বার্থের বন্ধন
খুলে দাও জানালা আসুক
সারা বিশ্বের বেদনার স্পন্দন।

৪। শুনেছি ভালো মানুষের কপালে ভাত জোটে না ! . তাহলে কি আমাকে সারাজীবন বিরিয়ানি খেয়ে থাকতে হবে

৫। তুমি বদলে গেলে পরিস্থিতি দায়ী।
আর আমি বদলালে অবিশ্বাসী…!

Meyeder Profile Pic Caption : 

১। বেশি দিন ভালবাসতে পারে না বলেই ভালবাসার জন্য মানুষের এত হাহাকার।

২। দিন আমারও আসবে শুধু সময়ের অপেক্ষা।

৩। সম্পর্ক গুলা অনেক দিন বেচেঁ থাকে যদি ইগোটাকে সাইডে রাখা যায়

৪। আমি হয়তো দুষ্টু,
কিন্তু খারাপ না।

৫। সারা জীবনের মতো একবারই এই মৃত্যুসাজ…
এতদিন প্রাণ ছিল। অমরত্ব শুরু হলো আজ।

রোম্যান্টিক প্রোফাইল পিক ক্যাপশন

রোম্যান্টিক প্রোফাইল পিক ক্যাপশন

ছেলেদের প্রোফাইল পিকচার ক্যাপশন বাংলা :
  • স্বাভাবিক ব্যাপারগুলোকে স্বাভাবিকভাবে মেনে না নিতে পারা মানুষগুলোই অস্বাভাবিক হয়ে থাকে।
  • প্রকৃত স্মার্ট তারা, যারা সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারে।
  • জীবন এত ক্ষণস্থায়ী বলেই মাঝে মাঝে সবকিছু এমন সুন্দর মনে হয়।
  • তুমি যদি কাউকে হাসাতে পার, সে তোমাকে বিশ্বাস করবে। সে তোমাকে পছন্দও করতে শুরু করবে।
  • আপনার রাগের জন্য হয়তো কেউ আপনাকে শাস্তি দেবে না , কিন্তু আপনার রাগই আপনাকে শাস্তি দেবে।
  • সম্পর্ক গুলা অনেক দিন বেচেঁ থাকে যদি ইগোটাকে সাইডে রাখা যায়।
  • কিছু কিছু মানুষ আছে যারা অন্যকে টিস্যু পেপার মনে করে,নিজের প্রয়োজনে ব্যবহার করে, প্র‍য়োজন শেষে ছুঁড়ে ফেলে দেয়…
ফেসবুক প্রোফাইল পিকচার স্ট্যাটাস

সবার সাথে তাল মিলিয়ে
চলা আমার পক্ষে সম্ভব নয়।
কারন আমি মানুষ
তবলা নই।

আর নয় নিস্ফল ক্রন্দন
শুধু নিজের স্বার্থের বন্ধন
খুলে দাও জানালা আসুক
সারা বিশ্বের বেদনার স্পন্দন।

কভার ফটো ক্যাপশন

একটা কভার ফটো ক্যাপশন দ্বারা প্রোফাইল আরো সুন্দর দেখায়। তাই অনেকেই কভার ফটো দেয়ার জন্য অধিক আগ্রহী হয়। তাই আমরা এই পোস্টে কভার ফটো ক্যাপশন তুলে ধরেছি। যারা ফেসবুকে কভার ফটো ক্যাপশন দিতে চায় কিন্তু নিজের মনের মত কভার ফটো ক্যাপশন দিতে পারেননি। তাদের জন্য আজকের এই পোস্ট। আজকের এই পোস্ট এ কভার ফটো ক্যাপশন তুলে ধরা হয়েছে

১। মানবহৃদয় আয়নার মত। সে আয়নায় ভালবাসার আলো পড়লে তা ফিরে আসবেই।

২। দুনিয়া থাক দুনিয়াতে,
আমি থাকি আমাতে।

৩। সুখী হওয়ার একটা অদ্ভুত ক্ষমতা আছে মানুষের। এ জগতে সবচেয়ে সুখী হচ্ছে সে, যে কিছুই জানে না। জগতের প্যাঁচ বেশি বুঝলেই জীবন জটিল হয়ে যায়।

৪। জাঁকিয়ে বসা আসলে এক শিকড় সুলভ আইন
গাছই জানে পাখি মাত্রেই নিপাট পরিযায়ী ।

> হৃদয়ের গভীরে যার বসবাস, তাকে সবকিছু বলতে হয় না। অল্প বললেই সে বুঝে নেয়।

> মানবহৃদয় আয়নার মত। সে আয়নায় ভালবাসার আলো পড়লে তা ফিরে আসবেই।

> হৃদয়ের গভীরে যার বসবাস, তাকে সবকিছু বলতে হয় না। অল্প বললেই সে বুঝে নেয়।

> কাগজে-কলমে কোন সৌন্দর্যের যথার্থতা ব্যাখ্যা করা সম্ভব নয়। সৌন্দর্যের মুখোমুখি গিয়ে দাঁড়াতে হয়।

> সম্পর্ক গুলা অনেক দিন বেচেঁ থাকে যদি ইগোটাকে সাইডে রাখা যায়

> জীবন এত ক্ষণস্থায়ী বলেই মাঝে মাঝে সবকিছু এমন সুন্দর মনে হয়।

> বেশি দিন ভালবাসতে পারে না বলেই ভালবাসার জন্য মানুষের এত হাহাকার।

> সাদা রঙের ড্রেস পছন্দ…. পরলে সবাই বলে ভালো লাগছে অদ্ভুত!!! যখন মরে যাবো তখন তো সাদা রঙের কাপড়ই পরে থাকবো তখন সবাই কি বলবে??

> সম্পর্ক গুলা অনেক দিন বেচেঁ থাকে যদি ইগোটাকে সাইডে রাখা যায়

> সেই ছেলে গুলাই ছ্যাচড়া হয় যেগুলা মেসেজ সিন এর পর রিপলে না পেয়ে আবারো মেসেজ দেয়

> শুনেছি ভালো মানুষের কপালে ভাত জোটে না ! . তাহলে কি আমাকে সারাজীবন বিরিয়ানি খেয়ে থাকতে হবে..?

> সেই ছেলে গুলাই ছ্যাচড়া হয় যেগুলা মেসেজ সিন এর পর রিপলে না পেয়ে আবারো মেসেজ দেয়

> জানিনা মানুষ কিভাবে গার্লফ্রেন্ডকে মনের কথা বুঝায়__ আমি তো নাপিত দর্জিকেও আমার মনের কথা বুঝাতে পারিনা

> মাথাব্যথা করলে একটা প্যারাসিটামল খেয়ে নিতে বলাটা হচ্ছে কেয়ারিং । আর মাথায় হাত বুলিয়ে দেয়াটা হচ্ছে ভালোবাসা।

> কিছু কিছু মানুষ আছে যারা অন্যকে টিস্যু পেপার মনে করে,নিজের প্রয়োজনে ব্যবহার করে, প্র‍য়োজন শেষে ছুঁড়ে ফেলে দেয়,,

> আপনার রাগের জন্য হয়তো কেউ আপনাকে শাস্তি দেবে না , কিন্তু আপনার রাগই আপনাকে শাস্তি

* আমার এই শূন্য জীবনে পূর্ণতার বড়ই অভাব। কেউ একজন এসে যদি হাত বাড়িয়ে দিত দিয়ে তাহলে জীবন অন্যরকম হতো।

* জীবনে অনেক কিছু পেয়েছি। বয়সের তুলনায় অধিক বড় হয়ে গেছি। তাই এই জীবনে আর কোন চাওয়া পাওয়া নেই নেই কোন মায়া।

* এ জীবন সহজ নয়। কিন্তু যারা হার মানে না তারাই বেঁচে থাকে।

 

 

* হৃদয়ের গভীরে যার বসবাস, তাকে সবকিছু বলতে হয় না। অল্প বললেই সে বুঝে নেয়।

* মানবহৃদয় আয়নার মত। সে আয়নায় ভালবাসার আলো পড়লে তা ফিরে আসবেই।

* পৃথিবীতে কোন জিনিসই পরিপূর্ণ নয়। যদি তাই হতো তাহলে চাঁদের গায়ে কলঙ্ক থাকতো না।

* কাগজে-কলমে কোন সৌন্দর্যের যথার্থতা ব্যাখ্যা করা সম্ভব নয়। সৌন্দর্যের মুখোমুখি গিয়ে দাঁড়াতে হয়।

* সম্পর্ক গুলা অনেক দিন বেচেঁ থাকে যদি ইগোটাকে সাইডে রাখা যায়।

* জীবন এত ক্ষণস্থায়ী বলেই মাঝে মাঝে সবকিছু এমন সুন্দর মনে হয়।

*বেশি দিন ভালবাসতে পারে না বলেই ভালবাসার জন্য মানুষের এত হাহাকার।

* এই চার দিনের জীবনে এত মায়া বাড়িয়ে লাভ নেই। সেই একদিন সবকিছু ছেড়ে চলে যেতে হবে।

* যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। জীবনে একলা চলতে শিখতে হবে। আমরা সব সময় কারো সঙ্গ পাবো না ‌।

* আমরা যেটা পাইনা সেটা হয়তো অন্য কারো বেশি প্রয়োজন ছিল। আমাদের যা কিছু আছে তা নিয়ে যদি সুখে থাকতে না পারি তাহলে জীবনে কিছুই উপভোগ করা যাবে না। যে পরিস্থিতিতেই থাকো না কেন সব সময় খুশি থাকার চেষ্টা করো।

* আজ তুমি যেই তুচ্ছ বিষয়ের জন্য আফসোস করছো একদিন মনে হবে সেটা কোন বিষয় ছিল না। জীবনের জটিলতা ধীরে ধীরে বাড়তে থাকে কমেনা।

* এই জীবন আমাদের অনেক কিছু শেখায়। চারদিনের এই জীবন সুখ এবং দুঃখ এর খেলাঘর।

* জীবনের ভালো থাকার সবচাইতে ভালো মন্ত্র হলো কারো থেকে আশা করোনা। কারণ আশা যদি ভেঙে যায় তাহলে কষ্ট হয় অনেক।

* জীবন নদীর স্রোতের মতো। কারো জন্য থেমে থাকে না। জীবনের চাকার পেছনে ছুটতে ছুটতে একদিন ক্লান্ত হয়ে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়।

* জন্মগ্রহণ করলে মৃত্যু অনিবার্য তাই সব সময় চিন্তা করতে হবে যে, কিভাবে এই দুই দিনের জীবনে আনন্দ বজায় থাকে।

You may also like

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More