Sunday, October 13, 2024
Home Status 20+ Best Islamic Facebook Bio Banglaইসলামিক ফেসবুক বায়ো

20+ Best Islamic Facebook Bio Banglaইসলামিক ফেসবুক বায়ো

Islamic Facebook Bio Bangla

by amarbanglablog
349 views
ইসলামিক ফেসবুক বায়ো/Islamic Facebook Bio Bangla
ইসলামিক ফেসবুক বায়ো/Islamic Facebook Bio Bangla

Islamic Facebook Bio Bangla

Islamic Facebook Bio Bangla

আল্লাহর উপর ভরসা রাখুন 
মানবজাতি বা অন্য কোন সৃষ্টিতে নয়।
 
ইসলাম মানে শান্তি।
 
গীবতকারী জান্নাতে প্রবেশ করবে না।
 
আল্লাহ অসম্ভবকে সম্ভব করেন।
 
তুমি এক ফোঁটা চাও, 
আমার প্রভু একটি নদী দিবে।
 
দ্বীনের জ্ঞান অর্জন করা 
প্রত্যেকের উপর ফরজ।
 
ধৈর্য ধর, এই ধৈর্য তোমাকে 
জান্নাতে নিয়ে যাবে।
 

100+ Best Islamic Facebook Bio-ইসলামিক ফেসবুক বায়ো

নামাজ মাটির তৈরি ব্যক্তিকে 
সোনায় পরিণত করে।
 
ইসলাম আমাদের একতা শেখায় 
তাই ঐক্যবদ্ধ হোন, 
বিভক্ত হবেন না।
 
ভালো মনোভাব সম্পন্ন মানুষের 
সাথে মিশুন।
 
মানুষকে ক্ষমা কর যাতে
আল্লাহ তোমাদের ক্ষমা করেন।
আমি কখনই একা নই আল্লাহ 
সবসময় আমার সাথে আছেন।
 
আল্লাহর আনুগত্য কর 
আল্লাহ তোমাকে পুরস্কৃত করবেন।
 
যে ধৈর্যশীল সে বিজয় অর্জন করে।
 
আমি কষ্ট পেয়েছি। 
আমি শিখেছি. আমি বদলে গেছি। 
 
প্রত্যেক প্রাণই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে।
 
আমার সফলতা একমাত্র আল্লাহ।
 
এই পৃথিবী মুমিনদের জন্য কারাগার এবং 
অবিশ্বাসীদের জন্য জান্নাত।
 
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে।
 
অন্যের সাফল্যে খুশি হতে শিখুন, 
আল্লাহ আপনাকেও দিতে 
দেরি করবেন না।
 

Islamic Facebook Bio Bangla :

আমার মা আমার জান্নাত।
 
 
চুপ থাক, নিরাপদ থাকবে।
 
 
ইসলামের মত কোন ধর্ম নেই।
 
 
অপকর্ম এড়িয়ে চলুন।
 
 
আল্লাহ এক এবং তিনি সর্বশ্রেষ্ঠ।
 
 
আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না।
 
 
আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ কর।
 
 
মানুষের সাথে সদয়ভাবে কথা বলুন।
 
 
আমার প্রভু, আমাকে জ্ঞান বৃদ্ধি করুন।
 
 
আপনি যত বেশি কোরআন পড়বেন 
ততই লেখকের প্রেমে পড়বেন।

You may also like

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More