Tuesday, December 10, 2024
Home Status Short Bengali Caption for fb profile picture| বাংলা শর্ট ক্যাপশন ফেসবুক

Short Bengali Caption for fb profile picture| বাংলা শর্ট ক্যাপশন ফেসবুক

বাংলা শর্ট ক্যাপশন ফেসবুক

by amarbanglablog
450 views
Bangla Caption for Facebook

Short Bengali Caption

নিস্তব্ধতা বয়ে যায় ঘুমে..

Short Bengali Caption for fb profile picture| বাংলা শর্ট ক্যাপশন ফেসবুক

 

100+ Best Islamic Facebook Bio-ইসলামিক ফেসবুক বায়ো

পুতুলেরা রঙ মাখুক গালে। মানুষ মন নিয়ে খেলুক।

বুকের ভিতর তো লুকিয়ে রাখা উষ্ণপ্রস্রবণ।

মানুষ আজও পুড়ে যায়। নির্দ্বিধায় নীরবে…

এভাবেই কাটছে সময় দুবেলা শিরার উপর।

কেউ এসে নিয়ে যাক মিছিলের দিকে

শিরা তো শাখানদী সারারাত কেটেছে সময়

কিছু গানের সুরও যেন একপ্রকারের সুরা 

কেটে যাওয়ার অপেক্ষায়,
নেশা, মায়া, মোহ, টান, আবেগ, ঘুড়ি…

এ কোনো তারিখ নয়। মৃত্যুসংবাদ।

এ দিনে এ তারিখেই এসে দেখে যেও-
ব্যর্থ ছেলের ক্ষমতা। অথবা সৎকার…

অবসাদ গিলে খায় ব্যর্থ পাখিদেরই ডানা…

মৃত্যুর পর আমাকে চিতাকাঠে শুইয়ে রেখো তোমার ঠোঁটে।

অন্য কোনও ঠোঁটের স্পর্শে আমি বারংবার জ্বলে উঠবো…

ভেঙে মন শব্দ হলেই, নিজেরই টুকরো কুড়োয়…

মানুষ আজও আদিম। আজও নিরুপায়…

এ বুকে ঝড় উঠলে সামলে নেবেন শঙ্খ ঘোষ’ই

চিঠি
আমার দুঃখ গুলো খামে ভরে তোর ঠিকানায় পাঠাতেই, ফিরে এল…

ফোন
আঙুলের ভাষা শিখে নিয়ে, আমাদের সময় গিলে খেলো…

মাইলফলক
তোর ঠোঁটের ব্রীজ থেকে দেখতে পাই, আমাদের দুটো মনের মধ্যে বেড়ে যাওয়া দূরত্বকে…

আয়না
শরীরের ক্ষতের উপর চোখ পড়তেই, তোমায় দেখতে পেলাম…

সেফটিপিন
হাওয়ার বদলে বিশ্বাস ভরে তোমার হাতে তুলে দিতেই… বেলুনটা ফেটে গেলো।

অভিমান ক্রমশই ঘন হয়। ইশারাও বুঝে নেয় বোবা পাখিদের মন।

শব্দ কেটে শব্দের উপর বসাই।

তোমার বহুরূপীতা দেখে আমিও বেশ মুগ্ধ।

এভাবে বিলীন হয় নক্ষত্রেরা,
ফাঁকা পড়ে থাকে হৃদয়ের ঘরগুলো।

ভালোবাসা তো “নিষিদ্ধ ধুমপান”

যদি সন্ধ্যে নেমে আসে হাতে…
স্মৃতি গুলো গুঁড়ো করে ভরে রেখেছি বেদনার শিশিতে।

অনুভব করে দেখো আমার ক্লান্তির স্পর্শ।

ভেসে আসা মৃতলোকের পোড়া ছাই

                                আমার মধ্যে তুমিই থাকো, যেমন সুনীলের মধ্যে নীরা।

বেস্ট ক্যাপশন বাংলা Bengali Caption for Fb, Facebook, Instagram, Whatsapp : 

 
 
Short Bengali Caption for fb profile picture| বাংলা শর্ট ক্যাপশন ফেসবুক

 

 

 
1. ‘যদি তুমি এমন কিছু পেতে চাও, যা তোমার কখনো ছিল না, তাহলে তোমাকে এমন কিছু করতে হবে, যা তুমি কখনো করো নি।’ 
 
 
2. ‘কারো জন্য নয়, নিজের জন্য পারফেক্ট হও।’ 
 
 
3. ‘পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হল – সবাইকে সুখী রাখা।’ 
 
 
4. ‘এই জীবনে পাওয়া শত উপহারের মাঝে তুমি সবচেয়ে দামি।’
 
 
5. ‘যদি তোমার কথা বলা কারোর পছন্দ না হয়, তাহলে চুপ থেকে তাকে খুশি করে দাও।’ 
 
6. ‘ভেবেছিলাম তুমি আমাকে বোঝ কিন্তু না, তুমি তো অন্য কাউকে খোঁজ।’
 
 
 7. ‘টাইমপাস না হলে গেম খেলি, গান শুনি; কখনো কারো মন নিয়ে খেলি না।’ 
 
 
 
8. ‘ভালো থেকো’ বলে চলে যাওয়া মানুষেরা কোনোদিনও বোঝে না যে তারাই আমাদের ভালো থাকার প্রধান কারণ। 
 
 
9. ‘মুখোমুখি আমরা দুজন, মাঝখানে অনেক বারন।’ 
 
 
10. ‘নাম বলব না, কিন্তু এমন একজন আছে, হয়তো সে জানেও না আমার কাছে তার গুরুত্ব কতটা… সে জানে না হাজার মানুষের ভিড়েও চোখটা আমার তার দিকেই আটকে যায়, সে জানে না, কতটা ভালোবাসি তাকে।’

বেস্ট ক্যাপশন বাংলা : 

1. ‘আপনার কষ্ট গুলো একমাত্র আপনিই বুঝবেন, অন্য কেউ বুঝবে না।’ 

 
 
2. ‘রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়, অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়। কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে, প্রতিটি সম্পর্ক স্থায়ী হয়।’

 
3. ‘বয়স বাড়ছে, বন্ধু কমছে; দায়িত্ব বাড়ছে, আদর কমছে; চাপ বাড়ছে, সুখ কমছে; হ্যাঁ এটাই জীবন।’ 
 
 
4. ‘তৃষ্ণা পেলে যেমন জলের মূল্য বোঝা যায়, তেমন একা থাকলে আপনজনের মূল্য বোঝা যায়।’
 
 5. ‘হার মেনো না আজকের দিনটা হয়তো কঠিন, আগামী দিনটা হয়তো হয়তো আরো কঠিন হবে, কিন্তু পরের দিন নতুন সূর্য উঠবেই।’ – নেতাজি সুভাষচন্দ্র বসু 
 
6. ‘যদি তুমি Focus দাও Problem এর উপর, তাহলে আরও তোমার Problem আসবে। কিন্তু যদি Focus রাখো Possibility এর উপর, তবে জীবনে তোমার অনেক Opportunity আসবে।’
 
 7. ‘তুমি যাকে চাইছো তাকে যদি পেয়ে যাও, সেটা হলো ভাগ্য। আর পাবোনা জেনেও চাওয়াটা হলো ভালবাসা।’ 
 
 
8. ‘একটি মেয়ে পৃথিবীতে সব কিছুর ভাগ দিতে রাজি কিন্তু তার ভালোবাসার মানুষের ভাগ কাউকে দিতে রাজি না।’
 
 9. ‘বিষ পেটে গেলে জীবন শেষ, আর কানে গেলে সম্পর্ক শেষ।’ – রবীন্দ্রনাথ ঠাকুর 
 
 
10. ‘সবচেয়ে কষ্টের মুহুর্ত হলো.. দুজনেই Online, কিন্তু কেউ কাউকে মেসেজ করি না।’ 
 
 
 

Short Bengali Caption for Fb Photo এটিটিউড স্ট্যাটাস বাংলা Fb Caption Bangla Attitude :

 
AVvXsEjoaa9JcFFKPIrZpR0ZbNPXk2HN8xtSV2ljI0VlxQdSK7HJznc9qJ8o5N1S90bvpE8X55ieXeoD7OxBykHIk6DextpYEzaIJcMxPvmosh3Q5Rn9ckoqiRmbF93kOhMo29A18UJMRElG8Cb2KF aRc7WkSkYhFAJDdltN0P Hpw QuLsKLRI2MYYCM l3YTG

 

 

 
 1. ‘আশা ও আবেগ, এই দুটো জিনিস সবসময় নিয়ন্ত্রনে রাখবেন। দেখবেন জীবনে কষ্টের পরিমাণ খুব কমে যাবে।’ 
 
2. ‘মনটাকে রাস্তার মতো খুলে দিও নি, যাতে সবাই চলাচল করতে পারে। মনটাকে আকাশের মতো বিশাল করে রাখো, যাতে সবাই আশ্রয় নেবে কিন্তু ছুঁতে পারবে না।’
 
 
 3. ‘পৃথিবীতে কোনো মেয়েই ৬টা গাড়ির মালিক ছেড়ে ৬ প্যাক ওয়ালা ছেলের সাথে যাবে না। তাই জিমে যাওয়া বন্ধ করে কাজে যাও।’ – রবার্ট মুগাবে
 
 
 4. ‘একা থাকাকে একাকীত্ব বলে না। অনেকের মাঝে থাকার পরেও আপনার উপস্থিতি যখন কারোর নজরে পরে না, সেটাকেই বলে “একাকীত্ব“।’
 
 
 5. ‘কাউকে দুঃখ দিলে, তোমাকেও দুঃখ পেতে হবে; সেটা আজ হোক অথবা কাল।’
 
 
 6. ‘সম্পর্ক কত দিনের সেটা বড়ো বিষয় না, বড়ো বিষয় সম্পর্কের গুরুত্ব আর গভীরতা কতটুকু।’ 
 
 
7. ‘যে বাড়িতে জন্ম, সেই বাড়িতেই এক সময় অতিথি। এটাই মেয়েদের জীবন।’
 
 
 8. ‘বাহ্যিক চেহারা দেখে কখনো কাউকে বিচার করা ঠিক না। হতে পারে দামি পোশাকের ভিতরে একটা নোংরা মন আছে। আবার হতে পারে নোংরা পোশাক এর ভেতরে একটা বড় মন আছে।’ 
 
 
9. ‘প্রয়োজন টা ফুরিয়ে গেলে আর কেউ খোঁজ রাখে না সে যত কাছের মানুষই হোক না কেন।’ 
 
10. ‘কয়লাকে শতবার ধুয়েও তার ময়লা যায় না, তেমনি কিছু মানুষ শিক্ষিত হলেও তার স্বভাব বদলায় না।’
 

Best Love Quotes for Girlfriend and Boyfriend Fb Caption : 
 
AVvXsEiZdOU7dGmQV8BzFWD 7 FkeW7Wk6eCG kYd6 jm RRUzaeZykPUHqEZBwDH7pFLDimDWdE3XOV0rI1QD3 p 0bT 0jThNrhigUs7CfHuzOViTz3neeNBUCVL0eD3UahLsfwlq6ZRyvBP4uzN47XfpadRAoJthuMgo3L0wEOPkKdokNM bSUXTcIQvN5hf4

 

 

 
1. ‘শরীর ছুঁয়ে দেখেছো, তুমি মন ছুঁতে আর পারলে কই। পুরো লাইব্রেরী দিয়েছিলাম তোমায়, তুমি পড়লে শুধু একটা বই।
 
 2. ‘পৃথিবীতে সবচেয়ে ভয়ংকর দৃশ্য চেনা মানুষের অচেনা রুপ।’ 
 
 
3. ‘একা থাকাটা কোন দুর্বলতা নয়, একা থাকতে পারাটা একটা যোগ্যতা। সবাই একা থাকতে পারে না।’ 
 
 
4. ‘কেউ চেয়েও পায়না আর কেউ পেয়েও তার গুরুত্ব বোঝে না।’ – স্বামী বিবেকানন্দ 
 
5. ‘সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়।’ – শ্রীকৃষ্ণ
 
 6. ‘মেয়েরা সব সময় সত্য কথা পছন্দ করে, কিন্তু বিশ্বাস করে মিথ্যাবাদিকে।’ 
 
 
7. ‘মাঝে মাঝে কিছু মানুষকে থাপ্পড় মেরে রাস্তায় ফেলে দিতে ইচ্ছা করে। কিন্তু এটা করা যাবে না, কারণ রাস্তায় ময়লা ফেলা নিষেধ।’
 
 
 8. ‘একাকীত্ব তোমায় যা শেখাবে, পৃথিবীর কোন ভালো বই তোমায় তা শেখাতে পারবে না।’ – স্বামী বিবেকানন্দ 
 
9. ‘সৎ পথে করিও ভ্ৰমণ, যদিও হয় দেরি। অসৎ নারীকে করিও না বিয়ে, যদিও সে হয় পরী।’ – রবীন্দ্রনাথ ঠাকুর 
 
 
10. ‘ভেঙে পড়াটা জীবন নয়, ভেঙে পড়ার পর নিজেকে তৈরি করাটা আসল জীবন।’ 
 
 

Best Bengali Caption for Instagram Post বাংলা ক্যাপশন ফর ইনস্টাগ্রাম Best Bengali Caption for Instagram Post

 
 
 
 1. ‘প্রেম আর বন্ধুত্ব দুটোই ভালোবাসা ছাড়া হয় না। কিন্তু প্রেম যত গভীরে যায় মানুষ তত কষ্ট পায় আর বন্ধুত্ব যত গভীরে যায় মানুষ তত আনন্দ পায়।’ 
 
 
2. ‘চিনি আর নুন এ দুটির রং একই হলেও তাদের পার্থক্য স্বাদে। তেমনি মানুষ আর অমানুষ গুলো দেখতে পুরো এক, কিন্তু পার্থক্য তাদের চরিত্রে।’ 
 
 
3. ‘সম্পর্ক ভাঙলে শুধু ভালোবাসা ভাঙে না, সেই সঙ্গে ভাঙে বহুদিন ধরে গড়ে ওঠা বিশ্বাস টাও।’ 
 
 
4. ‘যে ধোকা দেয়, সে চালাক হতে পারে। তবে যে ধোকা খায় সে বোকা নয়, সে বিশ্বাসী।’ 
 
5. ‘বন্ধুত্ব কখনও হারায় না, হারিয়ে যায় সেই মানুষটি, যে বন্ধুত্বের মূল্য দিতে পারেনা।’ 
 
 
Bengali Caption for Instagram Post :
 
 
6. অহংকার বলে দেয়, টাকা কত আছে সংস্কার বলে দেয়, পরিবার কেমন মুখের ভাষা বলে দেয়, মানুষটা কেমন তর্ক বলে দেয়, জ্ঞান কতটা স্পর্শ বলে দেয়, স্বভাব কেমন পছন্দ বলে দেয়, ভাবনা চিন্তা কেমন স্বপ্ন বলে দেয়, ভবিষ্যৎ কেমন। ….. স্বামী বিবেকানন্দ 
 
 
7. ‘ভরসাটা নিজের ওপর রাখলে সেটা শক্তিতে পরিনত হবে, আর অন্যের ওপর রাখলে সেটা দুর্বলতায় পরিনত হয়।’ 
 
 
 
8. ‘মানুষের সবচেয়ে বড়ো ভয়.. ‘লোকে কি ভাববে’।’ 
 
 
 
 
9. ‘স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো। আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ।’
 
 
 10. ‘একশোটা ভুলের জন্য কেউ কাউকে ছেড়ে যায় না, ছেড়ে যায় একটা ভুল একশো বার করার কারণে।’ – এ পি জে আব্দুল কালাম  
 
 
 

ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন Facebook Bangla Caption Attitude  : 

 
 
 
 1. ‘দুশ্চিন্তা দূর করার একমাত্র উপায় হলো নিজেকে ব্যস্ত রাখা।’
 
 
 2. ‘প্রতিশোধ নেওয়ার দরকার নেই, সময় তোমার হয়ে প্রতিশোধ নিয়ে নেবে।’ 
 
 
3. ‘একা থাকার মাঝেও একটা অন্য রকম ভালো লাগা কাজ করে। না আছে কাউকে হারানোর ভয়, আর না আছে কাউকে ফিরে পাবার আশা।’ 
 
 
4. ‘মানুষের দাম বেড়ে যায় কখন জানো? যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দেবে, তখন সে তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্যই নেই।’ 
 
 
5. ‘সময় বাড়ার সাথে সাথে আমাদের হাতের পেন্সিল সরিয়ে কলম দেওয়া হয়। এটা বোঝাতে এখন তোমার ভুল গুলো আর মোছা যাবেনা।’ 
 
 
6. ‘আগে মানুষ মিথ্যা বলতে ভয় পেতাম পাপ হবে বলে, আর এখন মানুষ সত্যি বলতে ভয় পায় বিপদ হবে বলে।’ 
 
 
 
7. ‘পৃথিবীর সবচেয়ে শ্রমজীবী হচ্ছেন মা – কর্মবিরতি নেই, মজুরি নেই, দাবি নেই, শর্ত নেই, স্বার্থ নেই, তিনি শুধুই নিঃস্বার্থ ভালোবাসা দিতে জানেন।’ 
 
 
 
 
8. ‘জীবনে তিন জনকে কখনও ক্ষমা করতে নেই – যে ভালো না বেসে অভিনয় করে, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে, যে বিশ্বাসের অমর্যাদা করে।’ 
 
 
9. ‘সেই বেশি হাসে, যে গোপনে কাঁদে। সেই বেশি নিজেকে হ্যাপি দেখায়, যে নিরবে একা থাকে। সেই বলে সুখের কোন অভাব নেই, যার জীবনে কষ্ট ছাড়া আর কিছু নেই।’
 
 
 10. ‘অহংকার তারাই করে যারা হঠাৎ এমন কিছু পেয়ে যায়, যা পাওয়ার যোগ্যতা আদেও তাদের ছিল না।’ –
 
 
 
 সেরা বাংলা মোটিভেশনাল উক্তি Facebook Caption Bengali :
Short Bengali CaptionShort Bengali Caption
 
 
1. ‘তোমার সমস্যা তোমাকেই সমাধান করতে হবে। বাকিরা তো ৫ মিনিট পরামর্শ দিয়ে চলে যাবে।’ 
 
 
2. ‘৬ বছর বয়সি বোন, ৯ বছর বয়সি ভাই কে প্রশ্ন করলো… দাদা ভালোবাসা কাকে বলে..? ভাই বলল.. এই যে তুই প্রতিদিন আমার ব্যাগ থেকে চকলেট চুরি করে খাস, তা জেনেও আমি প্রতিদিন ওখানেই চকলেট রাখি, এটাকেই ভালোবাসা বলে।’ 
 
 
3. জীবনে তিনটি কথা মনে রাখবে যে তোমাকে সাহায্য করে, তাকে কখনও ভুলে যেও না, যে তোমাকে ভালোবাসে, তাকে কখনও ঘৃনা করো না, যে তোমাকে বিশ্বাস করে, তাকে কখনও ঠকিও না। – এ.পি.জে. আব্দুল কালাম 
 
 
4. ‘প্রয়োজন ফুরালে যেখানে তারা সৃষ্টিকর্তাকেই ভুলে যায়, সেখানে আপনাকে, আমাকেই বা কতদিন মনে রাখবে।’ 
 
 
5. ‘জীবনে পরাজয় বলতে কিছু নেই। ধৈর্য ধরে সামনের দিকে এগিয়ে যান, আপ্রাণ চেষ্টা চালিয়ে যান, দেখবেন জয় নিশ্চিত।’ 
 
 
6. ‘কেউ কারো জন্য মরে না, সবাই ঠিকই বেঁচে থাকে। জীবন চলে যায় জীবনের নিয়মে, শুধু মরে যায় ভালোবাসা, প্রতিশ্রুতি আর সাজানো স্বপ্নগুলো।’ 
 
 
 
7. ‘মানুষ যখন কিছু পায় তখন বোঝে না সে কি পেয়েছে। যখন হারিয়ে ফেলে তখন বোঝে সে কি পেয়েছিল, কাকে সে হারিয়েছে।’ 
 
 
8. ‘পৃথিবীতে যারা নালিশ করতে পারে না, চুপ করে থাকে, তারাই উল্টে আসামী হয় (Deep meaning)।’ – রবীন্দ্রনাথ ঠাকুর
 
 
 
 9. ‘মিথ্যে তো তখনি জিতে যায়, যখন সত্য বলা মানুষ গুলো চুপ করে থাকে।’ 
 
 
 
10. ‘কারোর খারাপ সময় এলে তাকে কখনোই আঘাত দিও না, পারলে সাহায্য করো। কারণ খারাপ সময় একদিন তোমারও আসবে।’
 
 
 

 ইমোশনাল ফেসবুক ক্যাপশন  : 

 
 
 
 
1. ‘রক্তের সম্পর্ক ছাড়া, কেউ যদি তোমার জন্য কাঁদে, তাহলে বুঝে নিও সে তোমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে।’ 
 
 
2. ‘জীবনে এমন একটা সম্পর্ক করা উচিত যার সাথে সকল কিছু শেয়ার করা যায়, রাগ করা যায়, অভিমান করা যায়, ঝগরা করা যায়; কিন্তু তাকে কখনই ভুলে থাকা যায় না।’ 
 
 
 
3. ‘আমিও একদিন মুখ লুকাবো, সাদা কাপড়ের আড়ালে, বুঝবে আমায় খুঁজবে সেদিন, কাকে তুমি হারালে।’
 
 
 4. ‘জীবন টা এমন এক পর্যায়ে পৌছে গেছে যেখানে রাগ করলেও কেউ ভাঙাতে আসে না, কেউ কেয়ার করে না। নিজের রাগ নিজেকেই ভাঙিয়ে নিজেকে শান্তনা দিতে হয়।’
 
 
 
 5. ‘কারো দূর্বলতা নিয়ে কখনো মজা করো না। যেটা তোমার কাছে মজার ব্যাপার, সেটা অন্যের কাছে কষ্টকর হতে পারে।’ 
 
 
 
6. ‘নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো, কারণ নিজের ভালো অন্য কেউ নয়, নিজের ভালো নিজেকেই ভাবতে হয়।’ 
 
 
 
7. ‘পাখি কখনও ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না। কারণ তার বিশ্বাস ডালের ওপর নয়, বিশ্বাস তার ডানার ওপর। তাই জীবনে চলার পথে নিজের ওপর বিশ্বাস রাখুন, অন্যের ওপর নয়।’ 
 
 
8. ‘বন্ধু সে নয়, যে অন্যের কথা শুনে তোমাকে সন্দেহ করবে। বন্ধু হলো সে, যে সন্দেহ তো দূরের কথা, কেউ তোমার নামে কিছু বললে, সে তোমার পক্ষ নিয়ে প্রতিবাদ করবে।’ 
 
 
9. ‘সময় লাগে না… ভুল করতে। সময় লাগে…সেই ভুল শোধরাতে।’
 
 
 
 10. ‘একটা ভালো মন বদলে দিতে পারে, একটা খারাপ জীবনকে। একটা খারাপ মন নষ্ট করে দিতে পারে, একটা সুন্দর জীবনকে। তাই সুন্দর মানুষকে নয়, সুন্দর মন কে খোঁজো।’
 
 

 ক্যাপশন ফর ফেইসবুক :

 
 
 
 1. ‘যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায়, তখন সেই ভালোবাসা সুখের চেয়ে কষ্ট বেশি দেয়।’ 
 
 
 
2. ‘আসলে কেউই কাউকে ভুলে যায় না, শুধু প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগ বন্ধ করে দেয়।’ 
 
 
3. ‘সময়, কথা, সুযোগ একবার চলে গেলে আর ফিরে আসে না।’ 
 
 
4. ‘গিরগিটি আত্মহত্যা করেছে! মরার আগে লিখে গেছে… মানুষের মতো রং বদলাতে পারিনি বলে দুঃখিত!’
 
 
 5. ‘অতীত ভুলে যেও, শুধু মনে রেখো অতীত থেকে পাওয়া শিক্ষাটা।’ 
 
 
6. ‘সবাই আপন সাজে, কিন্তু কে আপন কে পর তা সময়ই বলে দেয়।’
 
 
 7. ‘যে মানুষটা সবার খেয়াল রাখে… তারই একদিন খেয়াল রাখার মতো কেউ থাকে না।’
 
 
 8. ‘মানুষ নানা কারণে পরিবর্তনশীল। এক সময় কাউকে বন্ধু মনে করলেও পরবর্তীতে তা হয়তো বদলে যেতে পারে।’
 
 
 9. ‘আয়না হচ্ছে মানুষের প্রকৃত বন্ধু, যার সামনে হাসলে সেও হাসে, কাঁদলে সেও কাঁদে… কিন্তু আঘাত করলে আঘাত করে না… বরং নিজেই ভেঙে যায়।’ 
 
 
10. ‘যখন অনলাইনের থেকে বেশি বাস্তবে সময় কাটাতে শুরু করবেন, বিশ্বাস করুন অনেক ভালো থাকবেন।’ 
 
 
মহাত্মা গান্ধীর ১০১ টি উক্তি ও বাণী Whatsapp Caption Bengali  :
 
 
 
1. ‘প্রয়োজনের থেকে বেশি পেয়ে গেলে, মানুষ অবহেলা করতে শুরু করে। তাই অতিরিক্ত কাউকে ভালোবাসতে নেই।’ 
 
 
2. ‘বন্ধুত্ব যতই গভীর হোক না কেন, নিজের জীবনের ব্যাক্তিগত কথা বলবে না। কারন একটা সময় দেখবে জীবনের সেই ব্যাক্তিগত কথা নিয়ে তোমায় আঘাত করবে।’ 
 
 
 
3. ‘পাতা রং ঝরার আগে পাতার রং বদলে যায়, আর মানুষ বদলানোর আগে কথা বলার ধরন বদলে যায়।’
 
 4. ‘শুধু ছেড়ে যাওয়া কে ঠকানো বলে না পাশে থেকে অভিনয় করাকেও ঠকানো বলে।’ 
 
 
5. ‘মেনে নেওয়া আর মানিয়ে নেওয়ারও একটা সীমা থাকে, সেটা অতিক্রম করলে মানুষ মুখ খুলতে বাধ্য হয়।’ 
 
 
6. ‘কাউকে ঠকিয়ে দুদিন খুব মজা করবে, কিন্তু মনে রাখবে, ঈশ্বর যেদিন ঠকাবে, সারাজীবন দুঃখের সঙ্গ দিতে হবে।’
 
 
 7. ‘পৃথিবীতে, সবচেয়ে বড় বেঈমান হচ্ছে সময়, যা একবার চলে গেলে আর ফিরে আসে না; সবচেয়ে স্বার্থপর হচ্ছে সুখ, যা বেশি দিন থাকে না; সবচেয়ে আপন হচ্ছে কষ্ট, যা সব সময় কাছে থাকে।’ 
 
 
8. ‘প্রয়োজন ফুরালে বিরক্ত লাগবেই। এটাই বাস্তবতা।’
 
 
 
 9. ‘তুমি কারো কাছে ভালো আবার কারো কাছে খারাপ। আসলে যার মন-মানসিকতা যেমন, তার কাছে তুমি তেমন।’ 
 
 
10. ‘আত্মসম্মান থাকা ভালো, অহংকার নয়।’ – স্বামী বিবেকানন্দ 
 
 

 স্বামী বিবেকানন্দের বাণী ও উক্তি Bengali Caption for Whatsapp Status :

 
 
 
1. ‘বুঝবে যেদিন খুজবে তাকে, শত অবহেলায় হারালে যাকে।’ 
 
 
 
2. ‘হারিয়ে গেলে সব পাওয়া যায়, তবে বিশ্বাস নয়।’ 
 
 
3. ‘একতরফা ভালোবাসা গুলো এমনি হয়। একজন পাগলের মতো ভালোবেসে যায় আর একজন পাগল ভেবে শুধু অবহেলা করে যায়।’
 
 
 
 4. ‘ভুল’ যেমন মানুষকে শিখতে সাহায্য করে, ‘আঘাত’ তেমন কিছু মানুষকে বদলাতে সাহায্য করে। 
 
 
5. ‘অসম্পূর্ণ গল্প সবারই থাকে, কেউ ভুলে থাকতে চায়, আবার কেউ বা আঁকড়ে ধরে বাঁচতে চায়।’ 
 
 
6. ‘আজকাল আপনি যতই বেশি ভালো থাকতে চাইবেন, ততই বেশি খারাপ সময় গুলো আপনার সামনে চলে আসবে।’
 
 
 7. ‘কোনও একদিন চলে যাব আমি, শুধু পরে থাকবে আমার স্মৃতি গুলো। যা কাউকে হাসাবে, কাউকে কাঁদাবে, কেউ আমায় ফিরে পেতে চাইবে, কেউ আবার চাইবে  আমায় ভুলে যেতে।’
 
 
 8. ‘পুরুষ নিজেকে যতই মহান ভাবুক তার জন্ম কোনো নারীর গর্ভেই হয়েছে কোনো নারী নিজেকে যতই আধুনিকা গড়ে তুলুক না কেন, তাঁর পূর্নতা দান কোনো পুরুষই করেছে।’
 
 
 
 9. ‘কিছু মানুষের কষ্টের তীব্রতা এতোটাই বেশি হয় যে, সে না পারে কিছু বলতে, না পারে চিৎকার করে কাঁদতে।’ 
 
 
 
10. ‘যৌবনে কাকও সুন্দরী, শ্রাবণে নদীও কুমারী, ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বাণী, শক্তি আর টাকা থাকলে মুর্খও জ্ঞানী।’
 
 
 

 বাংলা শর্ট ক্যাপশন  :

 
 
 
1. ‘সহ্য শক্তি বেড়ে গেলে, মানুষ আর কাঁদে না; হাসে।’ 
 
 
2. ‘মানুষ চিনতে পারাটা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ।’ 
 
 
3. ‘চোখের নিজস্ব কিছু ভাষা থাকে, যেটা বুঝার যোগ্যতা সবার থাকে না।’ 
 
 
4. ‘তাকে বলে দিও কাছে চাওয়ার লড়াইটা দুপক্ষের’ই হতে হয়।’ 
 
 
5. ‘সবাই ‘অপেক্ষা’ আর ‘বিশ্বাসের’ মূল্য দিতে জানে না।’
 
 
 6. ‘ভালোবাসায় সুখের চেয়ে কষ্টের ভাগ টাই বেশি।’ 
 
 
7. ‘নিজের সাথে কারো তুলনা করো না। তুমি যেমন, তেমনি সুন্দর।’ 
 
 
8. ‘অতি প্রিয়রা কুয়াশার মত হয়। দেখা যায়, কিন্তু ছোঁয়া যায় না।’ 
 
 
9. ‘কষ্ট তো তখনই হয় যখন ঝগড়া করার সময় ভালো ভালো পয়েন্ট গুলো মাথায় আসে না।’ 
 
 
10. ‘বন্ধু যতই খারাপ হোক, তাকে কখনও ফেলে দিও না। মনে রেখো জল যতই খারাপ হোক, তা কিন্তু আগুন নেভানোর কাজে লাগে।’
 
 
 

Short Bengali Caption for fb profile picture| বাংলা শর্ট ক্যাপশন ফেসবুক  :

 
 
1. ‘যাহার মস্তিষ্ক ‘রাগের’ পাহাড়, তাহার মস্তিষ্কই ভালোবাসার শৃঙ্গ। 
 
 
 
2. ‘ বদলে যাইনি আগের মতোই আছি। পার্থক্য একটাই আগে অন্ধ ছিলাম, এখন দেখতে শিখেছি।’ 
 
 
3. ‘জীবনে সুখী হওয়ার জন্যে গোটা পৃথিবীর দরকার হয়না । দরকার হয় একজন মনের মতো মানুষ। হোক সে ভালোবাসার মানুষ অথবা ভালো একজন বন্ধু।’
 
 
 
 4. ‘সম্পর্ক টা ততোক্ষণ পর্যন্ত সুন্দর থাকে, যতক্ষণ পর্যন্ত একজনের কথা অপর জনের কাছে কোনো কিছু গোপন থাকে না। সম্পর্কটা তখনই একটু একটু করে দূরত্ব সৃষ্টি হয়ে যায়, যখন একজন অন্য জনের কাছে কথা গোপন করতে শুরু করে।’ 
 
 
5. ‘ভালোবাসা কি ? যখন ঘুমিয়ে পরার পর, মা ঘরে ঢুকে নিশব্দে আদর করে লাইট টা বন্ধ করে চলে যায়! সেটাই, সেটাই, সেটাই ভালবাসা!!’
 
 
 
 6. ‘মায়া ত্যাগ করতে শেখো দেখবে কষ্ট কমে যাবে, কারণ মায়া জিনিসটা নেশার চাইতেও খারাপ।’ 
 
 
7. ‘ভালোবাসলেই ভালোবাসা পাবে, এটা ভাবা ভুল! কারণ দুনিয়াটা এখন স্বার্থপর ! শুধুই নিতে জানে, দিতে না!’ 
 
 
8. ‘কখনো কখনো কিছু মানুষের জীবন থেকে সরে যাওয়াটাই হল “সঠিক সমাধান”।’
 
 
 
 9. ‘দুর্বলরা প্রতিশোধ নেয়, শক্তিশালীরা ক্ষমা করে.. আর বুদ্ধিমানরা সবসময় এড়িয়ে যায়..!!’ 
 
 
 
10. ‘জীবনে ভালো তখনই থাকবে… যখন পুরোনো স্মৃতি ভুলে, নতুন স্মৃতি তৈরি করতে পারবে।’
 
 

 সেরা ফটো ক্যাপশন  :

 
 
1. ‘হাসি গুলো সবার জন্য হতে পারে, কিন্তু চোখের জল কোনো একজন বিশেষ মানুষের‌ জন্য পড়ে।’ 
 
 
 
2. ‘না জেনে প্রিয় মানুষটি কে ভুল বুঝো না, হয়তো আড়ালে সেও কাঁদে তোমার জন্য।’ 
 
 
3. ‘কাছের মানুষ কষ্ট দিলে, কষ্টের চেয়ে অবাক লাগে বেশি! বার বার শুধু এটাই মনে হয়, সে এটা কীভাবে পারলো!’
 
 
 4. ‘মানুষের শরীরের সবথেকে সুন্দর অংশ হলো… “মন”। সেটাই যদি নোংরা হয় তবে সুন্দর চেহারা দিয়ে কি হবে।’ 
 
 
5. ‘সুন্দর হওয়া মানে একটা অসাধারণ মুখমন্ডলের উপস্থিতি বোঝায় না..। সৌন্দৰ্য্য মানে একটা অসাধারণ মন, একটা অসাধারণ হৃদয় আর একটা অসাধারণ আত্মা… যার কাছে এই তিনটে আছে সেই প্রকৃত সুন্দর…!’ 
 
 
6. ‘তখনই হাসতে ইচ্ছে করে, যখন কষ্ট দেওয়া মানুষগুলো জিজ্ঞেস করে…কেমন আছো?’
 
 
 7. ‘যার জন্য তোমার মন পুড়ে ছাই খোঁজ নিয়ে দেখো তাহার অন্তরে তুমি নাই।’
 
 
 
 8. ‘ইগো নিয়েই থেকো তুমি, বলব না কিছু প্রিয়। যেখানেই থেকো, ভালো থেকো – আর নিজের যত্ন নিও।’ 
 
 
 
9. ‘জীবন সুন্দর আর সুখী করতে হলে, আপনাকে একা থাকতে শিখতে হবে। কারণ আপনি আপনার সেরা বন্ধু, আপনি কখনো আপনাকে ধোকা দিবেন না।’ 
 
 
10. ‘টাকা থাকলে মানুষ কেনা যায়… আর টাকা না থাকলে মানুষ চেনা যায়…!!’
 
 

 ইউনিক ক্যাপশন :

 
 
1. ‘হাসি মুখে দুনিয়া বদলে দাও.. কিন্তু দুনিয়াকে তোমার হাসিটা বদলাতে দিও না।’
 
 
 2. ‘শিক্ষা শুধু বই থেকে পাওয়া যায় না, অনেক সময় কাছের মানুষ গুলোও না চাইতেই অনেক শিক্ষা দিয়ে দেয়।’ 
 
 
3. ‘মনে রেখো শুধু বোঝানোর দ্বারা যদি খারাপ মানুষদের বদলানো যেতো, তাহলে বাঁশি বাজানো প্রেমের মানুষটি কখনো মহাভারত শুরু হতেই দিতো না।’ 
 
 
 
4. ‘যে ঠকায়, সে অন্য জায়গায় ঠকে। যে কাঁদায়, সে অন্য জায়গায় কাঁদে। সবার বিচার হবেই, শুধু অপেক্ষা সঠিক সময়ের।’
 
 
 5. ‘ভালবাসা কখনও টাকা দিয়ে কেনা যায় না, আবার টাকা ছাড়া ভালোবাসা ধরেও রাখা যায় না।’ 
 
 
6. ‘জীবনে কাউকে পাওয়ার পরও যদি আরো ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছো।’
 
 
 7. ‘ঠকে ঠকে এমন পর্যায়ে এসে পৌছেছি যে, নতুন কেউ ঠকাতে এলে হাসি পায়।’ 
 
 
8. ‘ভালোবাসার আলোয় বাঁচতে চেয়েছিলাম, উল্টে ভালোবাসার অন্ধকারে ডুব নিয়ে বেঁচে আছি।’
 
 
 
 9. ‘অনেক কথা বলা মানুষটা যদি হঠাৎ চুপ হয়ে যায়, বুঝে নিও আঘাতটা অনেক গভীরেই লেগেছে।’ 
 
 
10. ‘সম্পর্ক বলে কিছু হয়না এখনকার দিনে, স্বার্থের উপর নির্ভর সবকিছু।
 
 
 
1. ‘Perfect এর থেকে permanent অনেক দামি! সেটা বন্ধুত্ব হোক কিংবা ভালোবাসা।’
 
 
 2. ‘অল্পতেই ইমোশনাল হয়ে যাওয়া মানুষগুলো লাইফে অনেক বেশি ঠকে।’
 
 
 3. ‘পূর্ণতার চেয়ে অপূর্ণতার গল্প যার বেশি, তার কাছে ব্যর্থতার আরেক নাম “ভালো আছি”।’ 
 
 
4. ‘যার কেউ নেই, তার ইউটিউব আছে।’ 
 
 
5. ‘সঙ্গ যদি স্বস্তি না দেয়, সঙ্গীহীন থাকাই শ্রেয়!’
 
 
 
 6. ‘মানুষ যেটা খুব করে চাই, সেটাই হারাই!’ 
 
 
7. ‘একাকিত্বের একটা আলাদা জগৎ আছে। সেই জগতে নেই রেষারেষি, নেই দ্বন্দ্ব।’ 
 
 
8. ‘এই ছোট্ট জীবনটা এমন মানুষদের সঙ্গে কাটানো উচিত, যারা আমাদের হাসায়, সুন্দর ব্যবহার করে, আমাদের স্বস্তি দেয়৷’ 
 
 
 
 
9. ”মানুষের আচরণ’  -আমাদের মনে তাদের অবস্থান পরিবর্তন করে।’
 
 
 
 10. ‘নিজের কাছে ফিরতেছি, আশা করছি আমি আমাকে আর হতাশ করবো না।’ 
 

Attitude Caption Bengali :

 
 
1. ‘বাইরে টা অনেক সংযত, ভিতরে জমা আছে অনেক ক্ষত।’ 
 
 
2. ‘অতো আবেগে ভাসলে হবে না বাস্তবে ফিরতে হবে।’ 
 
 
3. ‘কি হবে জীবনে এতো পারফেক্ট মানুষ খুঁজে, যদি সেখানে ভালোবাসাই না থাকে।’
 
 4. ‘কষ্টতো তখন হয়, যখন তোমাকে খুব বেশি মিস করি কিন্তু বুঝাতে পারি না।’ 
 
 
5. ‘মন তাকেই চায়, যাকে বোঝানো বড্ড দায়।’
 
 
 6. ‘যার কথা ভেবে হচ্ছো তুমি শেষ, সে অন্যের চিন্তায় মগ্ন বেশ।’ 
 
 
7. ‘চোখে চোখে সদা রাখিবারে সাধ, পলক পড়িল, ঘটিল বিষাদ, মেলিতে নয়ন মিলাল স্বপন, এমনি প্রেমের ছলনা।’ – রবীন্দ্রনাথ ঠাকুর 
 
 
8. ‘বয়সটা হয়তো অল্প, তবে মানুষ চিনেছি বেশ, বার বার ঠকেও হাসা, আমার পুরোনো অভ্যেস।’ 
 
 
9. ‘সবার সাথে পরিচয় রাখো, কিন্তু বিশ্বাস করো শুধু নিজেকে।’  
 
 
10. ‘মিথ্যেবাদীরাই এখন সবার প্রিয় হয় এবং সবার ভালোবাসা পায় আর সত্যবাদীরা পায় অপমান ও অবহেলা।’ 
 
 
11. ‘স্বামী স্ত্রীর সম্পর্ক হওয়া উচিৎ হাত ও চোখের মতো। যদি হাত ব্যাথা পায়, তাহলে চোখ কাঁদে। যদি চোখ কাঁদে, তাহলে হাত অশ্রু মুছে দেয়।’

Short Bengali CaptionShort Bengali CaptionShort Bengali CaptionShort Bengali CaptionShort Bengali CaptionShort Bengali CaptionShort Bengali CaptionShort Bengali CaptionShort Bengali CaptionShort Bengali CaptionShort Bengali CaptionShort Bengali CaptionShort Bengali CaptionShort Bengali CaptionShort Bengali CaptionShort Bengali CaptionShort Bengali CaptionShort Bengali CaptionShort Bengali CaptionShort Bengali Caption

You may also like

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More