Wednesday, September 11, 2024
Home Status 1000+ Bangla Caption for Facebook | বেস্ট বাংলা ক্যাপশন ২০২৪

1000+ Bangla Caption for Facebook | বেস্ট বাংলা ক্যাপশন ২০২৪

Bangla Caption for Facebook

by amarbanglablog
246 views
Bangla Caption for Facebook

1000+ Best Bangla Caption For Facebook, Instagram & WhatsApp:

Bengali caption for facebook

বন্ধুরা, আজকের আর্টিকেলটি তৈরি করা হয়েছে বেস্ট বাংলা ফেসবুক ক্যাপশন নিয়ে।

নিচে অনেকগুলো বেস্ট বাংলা ক্যাপশন অথবা সেরা ফেসবুক স্টাটাস উল্লেখ করা হয়েছে যেগুলো আপনি ফেসবুক প্রোফাইল পিকচার ক্যাপশন হিসেবে ব্যবহার করতে পারবেন। (Bangla Caption For Profile Picture)

বেস্ট ক্যাপশন বাংলা – Best Bangla Caption For Facebook, Instagram & WhatsApp

আপনি যদি সেরা বাংলা ক্যাপশন গুলো যেমন: প্রকৃতি নিয়ে ক্যাপশন, বন্ধুত্ব নিয়ে ফেসবুক ক্যাপশন, বাংলা শর্ট ক্যাপশন, আকাশ নিয়ে ক্যাপশন এবং ভালো ছবির ক্যাপশন এসব জানতে চাচ্ছেন তাহলে নিচে বেস্ট বাংলা ক্যাপশন গুলো জেনে নিন।

বেস্ট বাংলা ক্যাপশন | বাংলা শর্ট ক্যাপশন | ভালোবাসা নিয়ে ফেসবুক ক্যাপশন

Bangla Caption for Facebook  Bangla Caption for Facebook Bangla Caption for Facebook

(১)️༆᭄̲̲̲̞̎̎͢༊═══প্রিয়༆̲̲̲̞̎̎͢

༊᭄༊᭄যেখানে অভিমানের দাম নেই༊᭄..! ❥┼─༊༆᭄̲̲̲̞̎̎͢༊═══❥ ༊᭄সেখানে অভিযোগ করে লাভ নেই༊᭄ ..!❥┼─༊

(২)

~`—-`~উচ্ছাস যখন সীমানা পেরিয়ে যায় ★_—_★তখন সেটা পাগলামিতে রুপ নেয় ||♪♪♪

(৩)

– প্রতিটা সম্পর্ক পূর্ণতা পাক__!

– – এ শহর থেকে বিচ্ছেদ উঠে যাক__!!

– মানুষ গুলো সুখী থাক__!!

(৪)

দিন যেভাবে রাতের সাথে পাল্টায়

ঠিক তেমনি মানুষও

সময়ের সাথে বদলে যায়

(৫)

মায়া এমন একটা জিনিস..!যাকে ছেড়ে আশা যায় কিন্তু ছেড়ে থাকা যায় না..!

(৬)

⋆⃝✿••এইশহরে ••✿༊࿐

⋆⃝✿❞༎ক্ষণিকের জন্য ❞༎হাত ❞༎ধরার ❞༎

❞মানুষের অভাব❞হয়❞নাহ❞༎✿

⋆⃝✿❞༎অভাব হয়❞༎সারা❞༎জীবন ❞༎

❞༎পাশে❞༎থাকার❞মানুষের❞༎ ৭⋆⃝✿.

(৭)

– যদি কারো সাথে, বন্ধুত্ব শেষ হয়ে যায়!

– তবে তার, গোপন কথাগুলো গোপন রেখো!’

(৮)

_ღজীবন সঙ্গি হিসেবে তাকেই বেছে নাও!

– যার কাছে হাজার অপশন থাকলেও একমাএ চয়েস হবে তুমি-//

(৯)

ღ__” আমার থেকে ভালো অনেক পাবা, কিন্তু সব ভালোতে কি আর ভালোবাসা থাকে

࿐_’যদি!আমার!জন্য!আসো”!!!

-! তবে-আমার-জন্যই-আসবে~!” তার”ভিতরে”যেন”অন্য”কেউ”না”থাকে -!!

(১০)

❥═══◯ কিছু❞|| হারিয়ে❞|| গেলে❞|| যতটা❞|| না❞|| কষ্ট❞|| হয়❞|| ❥═══◯তার❞|| চেয়ে❞|| বেশী❞|| কষ্ট❞|| হয়❞|| ❥═══◯প্রিয়❞|| মানুষের❞|| কথা❞|| বলার❞|| ধরন❞|| বদলে❞|| গেলে❞

(১১)

︵❝།།’ ☺️ლ_༎࿐ ︵❝།། হাজার কষ্ট পেলেও নিজের ভেতর চেপে রাখাটা •——••✧✿❛ლএখন অভ্যাসে পরিণত হয়ে গেছে ლ❛✿✧••——•

(১২)❥┈•জীবন ༊❝মানে ༊❝এক ༊❝ভূমিকাহীন ༊❝গল্প

❥┈•যার” ༎༎প্রতিটি” ༎༎লাইন” ༎༎পড়া” ༎༎সহজ

༎কিন্তু” ༎༎বোঝা” ༎༎কঠিন

(১৩)

❥━–“তোমার অনুপস্থিতিতে ❥━─➸ ➸➽༊❝যে❝মানুষটা❝❝ ❝অন্য❝কাউকে❝খুঁজে❝নিতে❝পারে’’ღ──তার❝কাছে❝তুমি❝আর❝যাই❝হও❝

.!!-‘’彡❝মূল্যবান❝ কেউ❝ হতে❝ পারোনি❝❝

──❝তুমি ──❝শুধুমাত্র──❝তার

❝প্রয়োজন❝হয়েই ছিলে ’’’

(১৪)

→°°^\→কিছু সম্পের্কর কোনো

অস্তিত্ব নেই……??

^^_≠ নেই কোনো বর্তমান,,,,

নেই কোনো ভবিষ্যৎ

•••←^\_ কিন্তু মায়ার টানে সম্পর্ক

গুলা টিকে থাকে

(১৫)

┏••╮/╱

╰••••༆”❀”༆’✿✿◉●•·

╱/ ╰••✿

✿༆❝আঁঁসঁলেঁ༆”জী্ঁবঁনঁটাঁকেঁ ❝রঁঙিঁনঁ༆”কঁরেঁ ❝রাঁঙাঁঁতে㉨ఌ︎’

✿༆❝কোঁনোঁ༆”রং ❝তু্ঁলিঁরঁ㉨প্র্ঁয়ো্ঁজ্ঁন্ঁ ❝হ্ঁয়্ঁ না্ঁহ্༆’❦︎꧂

༆❝প্রঁয়ো্ঁজঁন্ঁ হ্ঁয়্ঁ ❝এ্ঁকঁজ্নঁ༆”ভা্ঁলোঁ ❝সঁঙ্গীঁরঁꨄ︎☺️❤️

꧁☞︎︎︎☜︎︎︎꧂

(১৬)

࿐༉༉

︵༉-“বাস্তবতা”

– কখনোই গল্পের মতো সুন্দর হয় না!

– আর”..

– – সুন্দর গল্পে কখনো বাস্তবতার মিল থাকেনা!ღ༎-

(১৭)

●───༆༊

____শূন্যতায় ভাসি

❥◎⃝! কখনো হাসি -//

____আবার কাঁদি !-//

❥◎⃝! বেলা শেষে শূন্যতায় জড়িয়ে ও পূর্ণতা খুঁজি //❤

●───༆༊×͜ 亗 ______

(১৮)

༆••༉প্রিয়ো࿔࿔••ღ࿐༅༅

༊••༅༅জীবন’টা সেই মানুষের সাথে কাটানো❥••༅༅

●─༅༅উচিত●─༅༅

••࿔࿔۵༅যার চেহারা থেকে মন’টা অনেক༅••ღ

❥••ღসুন্দর࿐۵

(১৯)

__ღ༎-তোমাকে বুঝানোর সামর্থ্য হয়তো আমার নেই!-

__ღ༎-তাই আড়াল থেকেই তোমাকে খুব ভালোবাসি!-

(২০)

যারা অকৃতজ্ঞ তারাও মাঝেমাঝে কৃতজ্ঞতা প্রকাশ করে ––তবে তাদের কৃতজ্ঞতা প্রকাশের ভাষাটা উপকারীকে অকৃতজ্ঞ বানিয়ে ফেলে

(২১)

^__^উচ্ছাস যখন সীমানা পেরিয়ে যায় তখন সেটা পাগলামিতে রুপ নেয় !!^__^

(২২)

___^__^___পথের বুকের হাঁড়েহাঁড়ে মিশে আছে পথিকের সোনালী পদচিহৃ।__^__^_

(২২)

অধিকাংশ মানুষ বলতে চায়—-★—- কিন্তু শুনতে চায় না•___❤️___•যারা শুনতে চায় তারা বোঝতে চায় না ।আর যারা বোঝতে চায়★__❤️__★ তাদরকে বোঝানো সবার পক্ষে সম্ভব হয় না –)>-<(

(২৩)

★—-♣—–★যে জেনেশুনে ভুল করে তাকে সেটা শুধরানোর অনুরোধ করাটা আরও বড় ধরনের ভুল★—–♣—–★

(২৪)

★★যে তোমাকে ভালোবাসে সে তোমাকে কখনো ছেড়ে যাবে না আর যে ছেড়ে যাবে সো কখনো তোমার ছিলো না

বেস্ট ক্যাপশন বাংলা | FB Bangla Caption

(২৫)

তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে

’’কিন্তু তুমি কাঁদলে কেউ তোমারসাথে

কাঁদবেনা’

’মানুষকে কাঁদতে হয় একা একা..!!

বেস্ট বাংলা ক্যাপশন ২০২৪ :

(২৬)

ভালোবাসার সবচেয়ে দামি

উপহার হচ্ছে সময় ••ω°̥̥̥̥̥̥̥̥

(২৭)

অন‍্যকে ঠকানোর চেয়ে নিজে ঠকে যাওয়া ভালো

আন্তত পরকালে হিসাব দিতে হবে না

(২৮)

____________

___ ,

___” ❤️‍

___চেহারার মতো ব্যবহারেরও যত্ন নিন,

___”জীবন সুন্দর হবে❤️‍

__________

(২৯)

••༅

•”খুব!বেশি!নয়!আমি!

•অল্পতে’ই!অনেক খুশি”

•༅”প্রেম!নয়!আমি!প্রকৃত!

•ভালোবাসা’র!স্বপ্ন!দেখি”•

(৩০)

মন খারাপ করে কি হবে..!

– দুনিয়াটা তো আর “মা” না

যে সব

সময় ভালোবাসা দিবে!!

(৩১)

⋆⃝যার⋆⃝♡-

❥༊━━❝চোখে থাকে༅༎༅

ツ❥→আমাকে হারানোর_ভয়→★᭄ꦿ᭄ꦿ

⋆⃝ I Wish ⋆⃝♡-

ツ❥→সে যেনো – আমারই হয়

°……………..I love you………………….°

(৩২)

মানুষ যখন হারাতে শুরু করে তখন

একসাথে অনেক কিছু হারিয়ে ফেলে

(৩৩)

✨ line for you

•۵⸙তুৃমি⸙আমার⸙

•অন্য⸙রকম•۵⸙অনুভুতি⸙…!✨

(৩৪)

অন্য࿐কাউকে࿐পাই࿐না࿐বলে !!

☆(❁‿❁)☆তোমাকে ভালোবাসি?

নাহ࿐ব্যাপারটা࿐তেমন࿐নয় !!

তোমায়࿐ভালোবাসি࿐বলেই࿐অন্য࿐কাউকে চাই না //- ☆(❁‿❁)☆

(৩৫)

.- একদিন প্রচুর অভিমান নিয়ে কোথাও

হারিয়ে যাবো!

(৩৬)

,এই শহরের মানুষ চোখ ভিজিয়ে দিতে পার

(৩৭)

༅༎

•─ –

“-এমন মানুষ’কে ‘ভালোবাসো’ যে তোমাকে বোঝার জন্য সবোর্চ্চ চেষ্টা করে -!!!

(৩৮)

– একদিন প্রচুর অভিমান নিয়ে কোথাও

– হারিয়ে যাবো!

(৩৯)

❤️বাস্তবতা তো এটাই প্রিয় মানুষটা সব সময় প্রিয়ই থাকে।

তার সাথে আপনার সম্পর্ক থাকুক বা না থাকুক।

(৪০)

অল্প বয়স থেকেই যারা পরিবারের জন্য নিজেকে সেক্রিফাইজ করে থাকে!তাদের শেষটা সুন্দর হোক!

(৪০)

❐ -এক তরফা ভালোবাসায় ছেড়ে যাওয়া টা অস্বাভাবিক কিছু নয়;)

(৪২)

– বোকা কিনা জানিনা!

– তবে মানুষকে অল্পতেই বিশ্বাস করে ফেলি!

(৪৩)

•••⊰❂⊱প্রি্ঁয়্❤️

❣শু্ঁন্ঁছো্

❤•••༄বো্ঁকা্ঁ༄মা্ঁনুঁষ্ঁ༄গু্লো্ঁ•••

হ্ঁয়্ঁতো্ঁ༄অ্ঁন্যঁকে্ঁ༄বি্ঁর্ঁক্ত্

ক্ঁর্ঁতে্ঁজা্ঁনে্ঁ

༆কি্ঁন্তু্ঁ༄ক্ঁখ্ঁন্ঁও্༆

কা্ঁউ্ঁকে্ঁ༄ঠ্ঁকা্ঁতে জা্ঁনে্ঁনা্ঁহ্

(৪৪)

-!<‘ ” ;-)✨

– -!< :-তোমাকে যতটা চাই,তার চেয়েও বেশি চাই তুমি যেনো অন্যকারো না হও;-))

(৪৫)

মানুষ কেনো বলে?

i love u

বললেই তো পারে তুমার ফিলিংস এর সাথে কিছু দিন খেলতে চায়,!!!!

(৪৬)

︵ღ࿐༆༉═༎★༎࿐☞︎ ᯾

༆༉۵ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিওন࿐

(৪৭)

সফল হওয়ার পরই না হয় “

— ব্যর্থতার গল্প শেনাবো!!

(৪৮)

★&সময়টা তাকে দেও যে সময়ের মূল্য বোঝে★—–★আর সম্পর্ক তার সাথেই রাখো যে তোমার গুরুত্ব বুঝে

(৪৯)

– নিজ থেকে মেসেজ না দিলে!★–★অনেকেই খোঁজ ও রাখে না!

(৫০)

তোমার মন খারাপ যদি কারো হৃদয় স্পর্শ না করে,$——–$

তবে হাঁসতে শিখো!

সেরা বাংলা ক্যাপশন | ফেসবুক ক্যাপশন | Sad Bangla Caption

কষ্টের ক্যাপশন বাংলা

(৫১)

জীবনের প্রত‍্যেকটা মুহূর্ত উপভোগ করতে হবে কারণ জীবন একটাই….!!

(৫২)

─༅༎•༅༎•─___۵ღ༎

‘-!!

— সপ্ন তাকে নিয়ে দেখো যে

তোমাকে নিয়ে ভাবে!!ლ─༅༎•༅༎•─

(৫৩)

∯༻꧂

শূঁন্য্ঁতা্ঁর্ঁ∭শ্ঁহ্ঁরে্ঁ∭পূ্ঁণ্ঁতা্ঁ∭নে্ঁই্ঁ!!

আ্ঁছে্ঁ∭শু্ঁধু্ঁ∭অ্ঁব্ঁহে্ঁলা্ঁ°•✮•°

●▬▬▬▬๑۩۩๑▬▬▬▬▬●

༻꧂༻꧂

এ্ঁর্ঁ∭চে্ঁয়ে্ঁ∭ভা্ঁলো্ঁ∭ছি্ঁলো্ঁ෴

꧁༺ঝা্ঁমে্ঁলা্ঁহি্ঁন্ঁ∭ছো্ঁট্ঁবে্ঁলা্ঁ᯼

(৫৪)

তোমার উপন্যাসের শেষ অধ্যায় হবো,,হাতে রাখবো হাত,,

সূচনায় তো অনেকেরই নাম,,

উপসংহারে না হয় আমার নাম টাই স্থান পাক,,

(৫৫)

হাজার কষ্ট পেলেও নিজের ভেতর চেপে রাখাটা এখন অভ্যাসে পরিণত হয়ে গেছে

(৫৬)

– মানুষটি বিশ্বাস যোগ্য হলে..!♥️

– – তাঁকে ভালোবাসাটা স্বার্থক..!

(৫৭)

– আল্লাহ আমার আসাটা পূরণ হবে না

– – হয়তো সে হয়তো আমাকে ভালো

বাসেনা

(৫৮)

একাকিত্ব দেহের প্রাথমিক মৃ*ত্যু

কষ্টের ক্যাপশন বাংলা | Attitude Bangla Caption

(৭৬)

___♥__♥হিংস্র পশুও বুঝে ★___ভালোবাসা কাকে বলে? ❤️

(৭৭)

^___^ঘুমানো নিষেধ, তবুও জেগে থাকা অপরাধ❤️‍,

__★__★

অনুমতি আছে মৃত্যুর। তবে সেচ্ছায় মৃত্যু মহাপাপ

(৭৭)

-শুনেছি, অপ্রাপ্তি গুলোকে নাকি পরের জন্মে পাওয়া যায়

(৭৮)

—অতিরিক্ত যেকোন কিছু পতন নিয়ে আসে। সবকিছু তাই নির্দিষ্ট সীমায় রাখাই শ্রেয়।

(৮০)

☘️না চাইতেই যা পাওয়া যায়, —তা সবসময় মূল্যহীন।

(৮১)

;;;;;;অপূর্ণতায় ঘেরা পরিপূর্ণ মানুষগুলো,❤️‍ সময়ের হিসেবে ★—–★কখন যে পরিপূর্ণ হয়ে ওঠে তা মানুষেরা বুঝে উঠতে পারে না!!!!!!

(৮২)

—-যদি হঠাৎ কোন এক বিকালে চোখে চোখ পড়ে চিনতে পারবে —–***—তোহ? নাকি এড়িয়ে যাবে—-****—

(৮৩)

—–*—-তুমি ভিষন সুন্দর। ❤️ঠিক তোমার গুছিয়ে বলা মিথ্যের মতো

(৮৪)

—-টাকা পয়সাহীন মানুষ তীরহীণ ধনুকের মত” –

(৮৫)

******-❤️‍“পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুঁড়ে ঘরে থাকাও ভালো, অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকার কোন সার্থকতা নেই;;;;;;॥ – ☘️❤️‍উলিয়ামস হেডস।”;;;;;;;;

(৮৬)

!< ‘ <!

– শেষ পর্যন্ত থাকতে পারলে তবেই এসো, না হলে দরকার নেই!>3

(৮৭)

༆༉❥•••মাঁনুঁষঁ༐༐ কঁখঁনোঁ༐༐প্রিঁয়ঁ༐༐ জঁনেঁরঁ༐༐উঁপঁরঁ༐༐❞…

“”|••✿⃟✺⃟ রাঁগঁ༐༐কঁরঁতেঁ༐༐পাঁরেঁ༐༐ নাঁ༐༐❞….

༆༉࿐❥ যেঁটাঁ কঁরেঁসেঁটাঁশুঁধুঁইঁ অঁভিঁমাঁনঁ-…

❥▬❥ღ✿আঁরঁঅঁভিঁমাঁনঁ কঁখঁনোঁরাঁগঁ থেঁকেঁ হঁয়ঁ নাঁ–°° °….

»»̶̶͓͓͓̽̽̽»̶͓̽̽ ⚘͜͡࿂͍➳̶̶̶̶̶̶̶̶̶̶̶̶̶̶᭄ ⋆⃝ হঁয়ঁ➻❥࿅ অঁধিঁকাঁরঁ ➻❥࿅থেঁকেঁ➻❥࿅»̶̶͓͓͓̽̽̽⑅

(৮৮)❤️‍~. এই পৃথীবিতে ভালোবাসার মানুষের অভাব |

,,.| নেই……✨

…. অভাব হলো একটা ভালো রাখার ..

মানুষের …|

#প্রাক্তন ☺️

(৮৮)প্রয়োজন ছাড়া কেউ নেবে না☘️

তোমার খোঁজ**

এ শহরে চেনা মানুষ গুলোই***

**অচেনা***

****হয় রোজ***

(৮৯)_তোমার ভালো বাসায় আমি সীমাবদ্ধ প্রিয়

_তুমি রাখতে জানলে, আমি থাকতে বাধ্য༏༏༅❤️

(৯০)

– ‘ “”!︵

-কিছু মানুষ “একা” ই সুন্দর! !”

(৯১)

মানুষ বড় অদ্ভুত প্রাণী….

তুমি যতক্ষণ তার সাথে তাল মিলিয়ে

তেল মেরে কথা বলবে

ততক্ষণ তুমি ভালো,খুব প্রিয়…..

“হায়রে মানুষ“……

(৯২)

..

আমি..কার..কাছে.. কতটা..প্রিয়

☘️সেটা.. কোন.. বিষয়..না☘️

_×_

⚡বরং.. আমি.. আল্লাহর.. কাছে ⚡

কতটা..প্রিয়.. সেটাই

❣️__❣️

♣️-সবচেয়ে-বড়-বিষয়-♣️

(৯৩)

বিরক্ত করা ছেড়ে দাও

__ গুরুত্ব বুঝে যাবেღ࿐

__হোক না সেটা বন্ধুত্ব বা ভালোবাসা,,

(৯৪)

༆᭄̲̲̲̞̎̎͢༊═══❥কিছু ༊᭄মানুষের ༊᭄সাথে ༊᭄যোগাযোগ❥┼─༊

༆᭄̲̲̲̞̎̎͢༊═══❥বন্ধ ༊᭄করে ༊᭄দিলেই ༊᭄বুঝা ༊᭄যায়❥┼─༊

༆᭄̲̲̲̞̎̎͢༊═══❥সে ༊᭄কতটা ༊᭄আপন❥┼─༊

(৯৫)

___ღ༎ɪ ᴡɪsʜ

লাইফে এমন একজন থাকুক, যে কখনো আমার উপর বিরক্ত হবে না༎

(৯৬)

༆᭄̲̲̲̞̎̎͢༊═══❥কিছু ༊᭄মানুষের ༊᭄সাথে ༊᭄যোগাযোগ❥┼─༊

༆᭄̲̲̲̞̎̎͢༊═══❥বন্ধ ༊᭄করে ༊᭄দিলেই ༊᭄বুঝা ༊᭄যায়❥┼─༊

༆᭄̲̲̲̞̎̎͢༊═══❥সে ༊᭄কতটা ༊᭄আপন❥┼─༊

(৯৭)

—”বন্ধু”শব্দটা অনেক ছোট্ট

– কিন্তু এর ক্ষমতাটা অনেক বড়….!!

(৯৮)

_______♡༎༊________

♡༎༊-࿐-সঠিক-!- পথে চলুনヅ✼

সম্মান -!-না-!- পেলে ও !-ヅミ

মনে-!- শান্তি পাবেন-!- !-ヅ✼

࿐᭄✲ইনশাআল্লাহ

(৯৯)㋡___ღ-❝নারী তুমি পর্দা করতে শেখো ; হেফাজত করার দায়িত্ব আল্লাহর❞-:)

(১০০)”আল্লাহর বান্দা দের মধ্যে কেবল জ্ঞানীরাই আল্লাহকে ভয় করে।” – (সূরা ফাতির, আয়াত ২৮)

বেস্ট ক্যাপশন বাংলা | Best Bangla Caption For Facebook

(১০১)

—–গল্প’টা ছিল পবিত্র,

-কাহিনীটা হলো বিষাক্ত….!!—-!!”

-তাইতো আপনার সেই গল্পে আমি,

-পাগল নামে পরিচিত…..!!!….!!!

(১০২)

_°মানুষ বড়ই “অদ্ভুত”

হাসলে বলে,,এতো হাসো কেন?

___°আর কাদলে…….!!!

” “

(১০৩)

অতটা দূরে নয় আকাশ

যতটা দূরত্বে তোমার বসবাস

(১০৪)

– ︵❝།།

—পথ চলার সঙ্গী সুন্দর নয় বিশ্বাসী হতে হয়༅༎

– ︵❝།།

(১০৫)

═══╡°˖✧✿✧˖

-আমাকে মানুষ আর খুজবে কই..!

–আমি তো হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্টের এক বই..!!

(১০৬)

_༅༎প্রিয়༅༎ ༅༎মানুষটা༅༎ ﹏ __ঠিক༅༎ ༅༎চাদেঁর༅༎ ༅༎মতোইღ﹏___________________দেখা༅༎ ༅༎যায়༅༎﹏ღ﹏

_-ভালোবাসা༅༎ ༅༎যায়༅༎﹏

______ღ﹏ ছোঁয়া༅༎ যায় না༅༎ ﹏ღ﹏

(১০৭)

– টাকায় ভরা হাতটার চেয়ে.!

– – বিশ্বাসে ভরা হাতটা অনেক বেশি দামি..!❤️

(১০৮)

..

আমি..কার..কাছে.. কতটা..প্রিয়

☘️সেটা.. কোন.. বিষয়..না☘️

_×_

⚡বরং.. আমি.. আল্লাহর.. কাছে ⚡

কতটা..প্রিয়.. সেটাই

❣️__❣️

♣️-সবচেয়ে-বড়-বিষয়-♣️

(১১০)

বিরক্ত করা ছেড়ে দাও

__ গুরুত্ব বুঝে যাবেღ࿐

__হোক না সেটা বন্ধুত্ব বা ভালোবাসা,,

(১১১)

অল্প ভুলেই মানুষ ছেড়ে যায় !!

-অথচ হাজার ভুলের পরেও মহান আল্লাহ

-ক্ষমা করে দেয় !

• সুবহানআল্লাহ

(১১২)

••- যে ব্যক্তি অন্যের জন্য দোয়া করে, ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে_!!✨

(১১৩)

ෆ_____

মিথ্যা সম্পর্কের হাজারটা মানুষ

থাকার চেয়ে ❤️

সত্যিকারের সম্পর্কে একজন মানুষ

থাকাই অনেক

(১১৪)

ෆ_____

মিথ্যা সম্পর্কের হাজারটা মানুষ

থাকার চেয়ে ❤️

সত্যিকারের সম্পর্কে একজন মানুষ

থাকাই অনেক

ভালো।

♥️ সেটা বন্ধুত্ব হোক কিংবা ভালোবাসা

(১১৪)

অন্যের চরিত্র নিয়ে তারাই কথা

বলে যাদের নিজের চরিত্র ঠিক থাকে না।

(১১৫)

অন্যের জন্য নিজেকে Change

করার কোনো প্রয়োজন নেই।

যে পছন্দ করবে সে নাহয়

একটু Adjust ও করে নেবে।

(১১৬)

My Life My Rules… কেউ আমাকে পছন্দ

করুক বা ঘৃনা করুক I Don’t Care ওকে

(১১৭)

༎ ༎ ༎ ༎ ༎ ༎ ༎ ༎ ༎ ༎ ༎ ༎ ༎ ༎༎ ༎❥──

কি অদ্ভুত তাই না, কেয়ার কম করলে তুমি তাকে হারিয়ে ফেলবে..!
কেয়ার বেশি করলে, সে তোমাকে

ব্যাথা দেবে..!

সবটাতেই ক্ষতি তোমারই হবে..!

༎ ༎ ༎ ༎ ༎ ༎ ༎ ༎ ༎ ༎ ༎ ༎ ༎ ༎༎ ༎❥──

(১১৭)

আম্মুর হাসিটা অনেক সুন্দর!’

(১১৮)

একবার বিশ্বাস ভেঙে গেলে “Sorry”

কোনো কাজেই আসে না!

(১১৯)

প্রিয়

তোমার শহরে হাজারো❣️

বিজ্ঞপ্তির মাঝে

নিখোঁজ বিজ্ঞপ্তি হব আমি

(১২০)

না বলাই হয়তো ভালো, ‘ভালোবাসি’ বলে ফেলাটা

অনেক বন্ধুত্বের সমাপ্তির কারণ হয়ে দাঁড়ায়।

(১২১)

***কিছু মানুষ কোনদিনও কারো

প্রিয় হতে পারেনা **-❤️‍- যেমন আমি!

(১২২)

সেকেন্ডের মধ্যে যদি কিছু পরিবর্তন হয়⛽

সেটা হলো মানুষের মন।

(১২২)

─༅༎•༅༎•─

─༅༎••-দিন দিন সাইলেন্ড হয়ে যাচ্ছি

•-ছোট একটা হাসি দিয়ে

•-সব কিছু মেনে নিয়ে আলহামদুলিল্লাহ

ভালোই আছি ✌️

•-বলতে শিখে গেছি

༎•

(১২৩)•

– আকাশের পানে চেয়ে তুমাকে আমি খুঁজবো না..!

(১২৪)

—–উপযুক্ত সময় আর সুযোগ এর’ অপেক্ষায় আছি;❤️

অনেক-কে অনেক কিছুর জবাব- দেয়ার আছে”

(১২৫)

তোমার উপন্যাসের শেষ অধ্যায় হবো,,হাতে রাখবো হাত,,

সূচনায় তো অনেকেরই নাম,,

উপসংহারে না হয় আমার নাম টাই স্থান পাক,,

ভালো ছবির ক্যাপশন | বাংলা লং ক্যাপশন

Bangla Profile Picture Caption for Facebook:

(১২৬)

একাকিত্ব দেহের প্রাথমিক মৃ*ত্যু

(১২৭)

নিঁজেঁরঁ কঁষ্টঁগুলোঁ উপভোঁগ কঁরাঁরঁ,,,,,,,সঁবঁ চেঁয়েঁ সঁহজঁ উপাঁয়ঁ হঁলোঁ চুঁপ থাঁকাঁ””””””

– বন্ধুত্ব হোক কিংবা ভালোবাসা.!

টিকিয়ে রাখার দায়িত্ব কিন্তু দু’জনেরই.!❤️

(১২৮)

══❥⋆⃝-একদিন তুইও

এক হাতে message দেখবি,,!!

────

-আরেক হাত দিয়ে চোখের জল মুছবি..༎༅༎

______ღ᭄”সেইদিন বুঝবি reply না পাওয়ার

যন্ত্রণা..!

(১২৯)

-অল্প ভুলেই মানুষ ছেড়ে যায় !!

-অথচ হাজার ভুলের পরেও মহান আল্লাহ

-ক্ষমা করে দেয় !

• সুবহানআল্লাহ

(১৩০)

আপনার প্রতি আমার এক আকাশ সমান ভালোবাসা জন্মাক…!

(১৩১)

অন্য জনের চিন্তা করে লাভ নাই,*****, তার জবাব সে দিবে।। ****আপনি কি জবাব দিবেন সেটার চিন্তা আগে করেন।—-****

জীবনের সেরা শিক্ষাটা

পাওয়ার জন্য,

কারো না কারো কাছে একবার

ঠকে যাওয়াটা খুব দরকার।

(১৩৩)

– বোন হচ্ছে দ্বিতীয় মা,

– – আপনার বোন আছে মানে আপনি ভাগ্যবান.!

(১৩৪)

• আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত –

• • তোমার পাশে থাকতে চাই প্রিয় -❤️

(১৩৫)

_প্রিয় মানুষটার মুখে হাসি দেখের মধ্যে এক ধরনের শান্তি আছে

_ অনেক ভালোবাসি প্রিয়

(১৩৬)

༎ _প্রতিটা স্বপ্নই রঙিন হয়!! ❤️

_শুধু বাস্তবতা গুলোই সাদা’কালো.. ༅༎

(১৩৭)

●✪স্মৃতির বুকে আঁটকে থাকে অদৃশ্য এক ছায়া..

মানুষ টা হারিয়ে গেলেও ফুরোয় না তার মায়া

(১৩৮)

– এই শহরের মানুষ গুলো বড়ই অদ্ভুত _

_ মন ভেঙ্গে দিয়ে বলে ভালো থেকো_

(১৩৯) -শহরটা বড়ই অদ্ভুত

– পই পই করে খুজেও

– – একটা সিংগেল মেয়ে পেলাম না সবগুলো প্রেম করে!!!!

(১৪০)

মানুষের সৌন্দর্য বাহ্যিক দৃশ্যে নয়..

– চরিত্র দ্বারাই মানুষ সুন্দর হয়..!

(১৪১)

━༎নিজের কাছে এখন নিজেকে বিরক্ত মনে হয়–!! __❝মানুষের কাছে আর কি ভালো লাগবে彡 ❤____༆____

(১৪২)

✿•-༊❝____সঠিক মানুষ সব সময়ই রাগি হয়”কারণ তারা অন্যের সাথে তোমাকে সহ্য করতে পারবে নাহ্!

(১৪৩)

অসংখ্য মানুষের প্রিয় হওয়ার চেয়ে নির্দিষ্ট একজনের প্রিয় হওয়া‌ শ্রেয়।❤️

অনেক ভালোবাসি তোমাকে প্রিয়❤️❤️

(১৪৪)

একজন পুরুষ এক নারীতে আসক্ত মানেই,নারীটা ভাগ্যবতী!

(১৪৫)

পৃথিবীতে ভালবাসার অধিকার

সবারই আছে!

কিন্তু পাওয়ার ভাগ্য টা

সবার নেই।

(১৪৬)

সঠিক মানুষ কখনোই ছেড়ে যায় না! হাজারটা মান অভিমানের পরেও দিনশেষে ঠিকই থেকে যায় ❤

(১৪৭)

____হঠাৎ বৃষ্টি নামলে জানালায় বাড়িয়ে দিয়ো তোমার দুটি হাত।

—-++++—****–★★

আমি বৃষ্টি হয়ে খুঁজবো তোমায় _ছোয়ার অজুহাত।♪♪♪♪√√

(১৪৮)

বাস্তবতার সাথে জীবন চলিয়ে নেওয়া টা অনেক কঠিন❤

(১৫০)

তোমায় ছেড়ে বহুদূরে যাব কোথায়.!

– এক জীবনে এত প্রেম পাব কোথায়!

বেস্ট ক্যাপশন বাংলা | বন্ধুত্ব নিয়ে ক্যাপশন | Friendship Bengali Caption

Friendship Facebook Status Bangla

(১৫২)

︵❝།། ❥┈•༏༏༏❝যে-তোমার জন্য তৈরি হয়েছে~ ༊❝দিন শেষে সে তোমার কাছে আসবেই༆᭄ ❝শুধু-ধৈর্যের প্রয়োজন…..!! ❝আর আল্লাহর ওপর বিশ্বাস রাখো ইনশাআল্লাহ পাবেই❞

(১৫২)

︵●━━•”হঠাৎ༅ করে’ই༅ এক”

দিন মারা যাব”—•

●━━•”সেদিন༅ আর༅ কারো মন”

খারাপের কারণ হবো না”—•☺️✌️

(১৫৩)

°

– প্রিয়__

__ღএই শহরে একটাই তুমি!

‘যাকে আমি প্রতি নিয়তেই খুজিღ__

(১৫৪)

~আমি খুব রাগি~

“কেউ সহজে মানিয়ে নিতে পারবে না”

~তবে যে মানিয়ে নিতে পারবে~

“তার কখনো ভালোবাসা অভাব পড়বে না”

(১৫৫)

︵____এই শহরের আকাশ ভীষণ মায়াময়’!. শত

মনের অপ্রকাশ্য কথা দীর্ঘশ্বাস’ই হয়.!”

(১৫৬)

মুখোশধারী ভদ্র হওয়ার চেয়ে,

স্পষ্টবাদী অভদ্র হওয়া অনেক ভালো।

(১৫৮)

°- পুরো পৃথিবী অন্ধকার থাকে.!

°- যখন কলিজার টুকরা মা অসুস্থ থাকে.!

(১৬০)

⏱️সময় সত্যি বড় অদ্ভুূত

কখন কাকে কিভাবে পরিবর্তন করে

দেয় বোঝাই যায় না!!

(১৬১)

︵❝།། ❥┈•༏༏༏❝যে-তোমার জন্য তৈরি হয়েছে~ ༊❝দিন শেষে সে তোমার কাছে আসবেই༆᭄ ❝শুধু-ধৈর্যের প্রয়োজন…..!! ❝আর আল্লাহর ওপর বিশ্বাস রাখো ইনশাআল্লাহ পাবেই❞

(১৬২)

,༆☀︎︎☀︎︎আপনি আকাশ হতে চান কেন?✵✩༄

༄কারণ নক্ষএ ঝরে গেলে তার কথা মনে রাখে নাহ মানুষ ✞︎✞︎༄

(১৬৩)

‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎︵❝།།

★”””” ༊”__

_—!!!অনুভূতি গুলো আজ বড্ড ক্লান্ত..!

(১৬৪)

︵♡︎” তোমার খুব কাছের মানুষটাও তোমার পাশে নেই

︎’ আল্লাহ আছেন-༏༏༅

(১৬৮)

তুমি বিশ্বাসের কথা বলো?

যে আমাকে হারানোর ভয়ে কেঁদেছে তাকে আমি,

আমাকে ঠকাতে দেখেছি

(১৬৯)

“““`একটু তো ভালো সেও আমায় বেসেছিল,♪♪♪♪♠♪♪♪♪♪

নাহয় ঠকানোর জন্য কে বা এতো সময় নষ্ট করবে!

(১৭০)

যাকে পাবার জন্য আগে প্রার্থনা করতাম,❤️

এখন তাকে ভুলার জন্য প্রার্থনা করি

(১৭১)

******অপূর্ণতায় ঘেরা পরিপূর্ণ মানুষগুলো***-❤️, সময়ের হিসেবে কখন যে পরিপূর্ণ হয়ে ওঠে তা ——মানুষেরা বুঝে উঠতে পারে না!’

(১৭২)

——♪♪♪√যদি হঠাৎ কোন এক বিকালে চোখে চোখ পড়ে চিনতে পারবে তোহ? নাকি এড়িয়ে যাবে

(১৭৩)

***-৳৳৳♪♪♪অতঃপর আমার মৃত্যুতে মুচকি হেসে বলো!!!! কি আসে যায় পাগলের মৃত্যুতে

(১৭৪)

বেলকনির পাশে আজও °°°°°°ল্যাম্পপোষ্টটা দাড়িয়ে আছে। শুধু নিখোজ রোজ অপেক্ষার প্রহর ***—***গুনতে থাকা সেই উন্মাদ পাগলটা

(১৭৫)

মানুষ বড়ই অদ্ভুত

হাসলে বলে এতো হাসো কেন

আর কাঁদলে

please stop your drama

বাংলা ফানি ফেসবুক ক্যাপশন | মজার ফেসবুক ক্যাপশন | Bangla Funny Caption for Facebook

Funny bengali caption

আপনি যদি ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন, বাংলা শর্ট ক্যাপশন, fb bangla caption, ইউনিক ক্যাপশন বাংলা, স্টাইলিশ বাংলা ক্যাপশন, romantic bangla caption খুঁজছেন, তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার অনেক কাজে আসবে।

কেননা আজকের আর্টিকেল 1000+ Bangla Long & Short Caption for Profile Picture in FB and Instagram উল্লেখ করা হয়েছে।

(১)”গাইস ..

আজকে আমাদের বাড়িতে”

“পিঠা বানাচ্ছে//

আপনার যদি খেতে চান তাহলে

নিজের বাড়িতে বানিয়ে খান

(২)

তোমার হাত ধরে হেঁটে যাব সমুদ্রের তীরে❤

-তারপর ধাক্কা দিয়ে পানিতে ফেলে দৌড় দিব

(৩)

আজ আমার মোবাইল আমাকে সন্দেহ করে☞⟵

ফেসবুকে ঢুকতে পাসওয়ার্ড চায়কপাল মান সম্মান আর থাকলো না ༎ຶ‿༎ຶ

(৪)▁▂▃▄▅▆আ্ঁমি্ঁ যে্ঁ সি্ঁংগে্ঁল্ঁ ▆▅▄▃▂▁ ▁▂▃▄▅▆_তা্ঁহে্ঁরি্ঁ হু্ঁজুঁর্ঁকে্ঁ_▆▅▄▃▂▁ ▁▂▃▄▅▆⭕_ব্ঁলে্ঁ দি্ঁও্ঁ কা্ঁর্ঁন্ঁ_⭕▆▅▄▃▂▁ ▁▂▃▄▅▆⭕_হু্ঁজু্ঁর্ঁ যে্ঁটা্ঁ ব্ঁলে্ঁ_⭕ ▆▅▄▃▂▁ __⚫❗❗❗❗❗❗❗❗❗⚫__ ___⚫_সে্ঁটা্ঁই্ঁ ভা্ঁই্ঁরা্ঁল্ঁ হ্ঁয়ে্ঁ যা্ঁয়্ঁ_⚫___

(৫)

গাইস‍♀️

বেশি ফোন use করলে নাকি চোখে ক্ষতি হয়‍।

তাই আমি ১ টার বেশি ফোন use করি না।

(৬)

シ︎প্রসঙ্গ যখন প্রেম করার

シ︎তখন আমাকে কেউ চোখেই দেখে নাহ্ ‘!★★- ধুর কচু,,,

ভালো লাগেনা

(৭)

-Google লিখেছিলাম রিলেশনশিপে যেতে চাই!

-উওরে আসলো Welcome to বাঁশ বাগান!

-এইটা কোনো কথা!

(৮)

– পৃথিবীতে বেস্ট কাপল হচ্ছে আমি আর আমার মোবাইল.!– ব্রেকআপ তো দূরের কথা আমাদের কখনো ঝগড়াও হয় না!

(৯)

u বিক্রি করতে আসছি____

কেউ চাইলে অর্ডার দিতে পারো

ডেলিভারি চার্জ ফ্রি____

(১০)

কুলবালিসের নাম রাখছি সুমাইয়া***—***★—★***

এখন ওরে নিয়া থাকমু ঘুমাইয়া

(১১)

___কী লাভ ওই গনিত বই পড়ে….?যেখানে তারাতারি বিয়ে করার সূএ নেই_

(১২)

❝ অনেক কষ্টে ❞

•—!!বড় হইছি–প্লিজ কেউ,,বাবু ডেকে ছোট করে দিবেন না.!

(১৩)

ওগো মোর বিয়ের পাত্র࿐

!!-তুমি এখন কার ইনবক্সের ছাত্র”

(১৪)

°মুজে সাদি করে-গী

তোমার জন্য লাল সাড়ি কিনে-ছি

(১৫)

সবার Couple পিক দেখতে দেখতে ডিপ্রেশনে চলে যাচ্ছি!-

Stylish Bangla Caption | Bengali Caption Attitude:

(১৬)

দাদাবাড়ি, নানাবাড়ি, মামাবাড়ি,

সব বাড়ি দেখা শেষ!

এখন শ্বশুর বাড়িটা দেখা বাকি আছে!!

(১৭)

— জীবনে তেমন কিছু চাই না!!- শুধু একটা বড়লোক শশুর চাই!!

(১৮)

_মোবাইল গিল্লা খা…!

মোবাইল এর মধ্যে ঢুইকা যা_”

সূত্র… দৈনিক মায়ের কণ্ঠ°^

(১৯)

যদি কখনো নিজেকে একা মনে হয় তখন ভূতের সিনেমা দেখুন

সব সময় মনে হবে

পিছনে কেউ দাড়িয়ে আছে

(২০)

Ex এর বাড়িতে ধান নিয়ে যাচ্ছি,,,

কারণ-: Ex বলছে বুঝিয়ে দিবে কত ধানে কত চাল

ঠেলা বুঝো চাউল গুনামু

(২১)

প্রেম হলো বিদ্যুৎ এর মত! আসবে যাবে আবার আসবে..

(২২)

যদি কখনো নিজেকে একা মনে হয় তখন ভূতের সিনেমা দেখুন

সব সময় মনে হবে

পিছনে কেউ দাড়িয়ে আছে

(২৩)

— মাঝে মাঝে স‍্যাড পোষ্ট করতে হয়..!

_ নাহলে মানুষ ভাবে আমা’র জীবনে কোনো কষ্ট নাই…!

(২৪)

◑¯\_/¯

_আমি Signal সেটা বড় কথা নয়,

_����বড় কথা হলো আপনি বানান টা ভু*ল পরেছেন!

◑¯\_/¯

(২৫)

যা গরম পড়ছে,,, _ ফ্রিজে এক বোতল পানি রাখছিলাম,,,

–ফ্রিজ খুলে দেখি বোতল টাও ঘেমে গেছে

(২৬)সাদা সাদা –কালা কালা

কারেন্ট গেছে রাত্রি বেলা

আমি বলি বাতি জ্বালাlllএডমিন বলে অন্ধকার ভালা

(২৭)

প্রসঙ্গ যখন গালি শোনার

তখন

বিদ্যুৎ অফিস এর লোকগুলাই সেরা

(২৮)

২ মিনিট লেখাপড়া করার পর ১ ঘন্টা ফেসবুক চালানো আমি!

(২৯)

তুলি দুই হাত,,

করি মোনাজাত!!

_হে রহিম রহমান…!!

Facebook এ কিছু

মেয়ে আছে,, খুবই সয়তান

তাদের বুদ্ধি করো দান,,!!তারা যেনো আমায় করে ..

প্রেমের আহবান.

(৩০)

H2O মানে water.

Water মানে পানি,

পানি মানে জীবন, আর জীবন মানে জি বাংলা!’

বাংলা ফানি ফেসবুক স্ট্যাটাস | Bangla Funny Status For Facebook

(৩১)

–আলু পটল জিঙগা এই facebook এর সব মেয়েরা

রহিঙা-/

(৩২)- Dear মশা, রক্ত খাবি খা কিন্তু কানের কাছে ভ্যান ভ্যান

করিস কেন.!

– নিজেকে কি হি” রো আল”ম মনে করিস.!

(৩৩)

একদিন আমারও নামের পাশে সবুজ বাতি জ্বলা বন্ধ হয়য়ে যাবে

ওই দিন ভেবে নিও…………..!

আরে মরি নাই

শুধু active status off করে রাখছি

(৩৪)

– যাকেই একটু পাত্তা দেই

– সেই নিজেকে সয়াবিন

তেল মনে করে

(৩৫)

***** ছ্যাঁকা খেয়েছেন সেটা বড় কথা ____ না … ____ প্রেমে অংশগ্রহন করতে পেরেছেন ..

সেটাই বড় কথা…!!

(৩৬)

কালা কালা সাদা কালা!

ইন্টারে সাইন্স নিয়ে হয়েছি মন পাগেলা!

তেমন কিছু না! ইন্টারে সাইন্স নিয়ে ছিলাম! এই আরকি?‍♂️

(৩৭)

____ রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন ____

যাকে কোনো দিন পাবে না তাকে…

____ I love you বলে ব্লক করে দাও…!!

____

(৪০)_

রুপ নগরের মাইয়া রা ‍♀️

তোমগো রুপের আলো নিয়া হাজির হও

দেশে বিদ্যুৎ সংকট

(৪১)

সবাই চাদ/ চাদঁনী কে ভালবাসলে সূর্য তো জ্বলবেই। সহ্য করো এখন ৪০ ডিগ্রী সেলসিয়াস।

(৪২)

Btv তে ঢুকলেই ২১শে ফেব্রুয়ারী,আর ফেসবুকে ডুকলেই ১৪ই ফেব্রুয়ারী

এমন নিউজ দেখলে কচু গাছের সাথে ঝুলে সুইসাইড করতে ইচ্ছে করে

(৪৩)

•প্রেম করি না বলে অনলাইনে থাকি

-প্রেম করলে আমি রেল লাইনে থাকতাম..!!

(৪৪)

বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠছে ঐই লাইফে শুধু বাঁশটা খাইলাম চাঁদটা গেলো কই

(৪৫)-

নতুন নতুন প্রেমে পড়লে

– প্রেমিকার মাথার উ-কু-ন ও জোনাকি পো’কা মনে হয়..

(৪৬)

তোমার বান্ধবিকে আমার সাথে প্রেম করিয়ে দাও।

তোমাকে শপিং করিয়ে দিবো।

সাথে ফুচকা খাবাবো

(৪৭)

প্রিয় সবাই তো ভালোবেসে গোলাপ দেয় ,,,

,,তুমি না হয় কয়ডা টাহা দিও,,,

(৮)

– লেখা পড়া ছাইরা দিছি কারণ কবি বলেছেন

– ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ

(৪৯)

কাঁদতে কাঁদতে ঘুমাই যখন নিশি রাইতের কালে,, ,,,,,

ঘুম আসিলে সপ্নে দেখি , ,,,,,,

আমি গ্রপ এর মেয়েদের কোলে

(৫০)- পাপকে ঘৃণা করো

পাপিকে নয়,

– পড়ালেখাকে ভালোবাসো ম্যাডামকে নয়!

(৫১)

তোমার প্রেমে হাবুডুবু খাবো সেই আশায়, আজও সাঁতার শিখিনি

(৫২)

-হতে চেয়ে ছিলাম পুষ্পা রাজ

-ছ্যাকা খেয়ে হয়ে গেছি বাপ্পারাজ,

(৫৩)❤️ক্রস হইতাছে পাসের বাড়ির ভাবির উপর

কানেক্ট হয় কিন্তু নেটওয়ার্ক পাই না

(৫৪)

~ কবি বলেছেন…!

– যেখানে দেখব সুন্দরী নারী…!

~ ছুরে মারো পানি….!

– পাইলেও পাইতে পারো…!

~ময়দার মাঝে কয়লার খনি…!

(৫৫)-তুমি বন্ধু ”’ই যেন ”’বসন্ত কালে তুমাই

বলতে পারি নি। জমেছে

(৫৬)

কক্সবাজার এর চেয়েও বেশি

সুন্দর আমার মন.!☺️☀️

তবুও কেউ ঘুরতে এলো না.!!

(৫৭)

-পরিবারের সাথে

-টিভি দেখতে বসলে নায়ক নায়িকার

-চুম্মাচুম্মি বেড়ে যায়..!

(58)

লেপের ভিতর মোবাইল ঘাটা সহজ নয়

মাঝে মাঝে কুমিরের মত

নিশ্বাস নিতে বাইরে আসতে হয়

(59)

চুল কালার করা ছেলে দেখলে

ভাববেন না ছেলেটি স্টাইলিশ

–হতে পারে ছেলেটা রঙ মিস্ত্রী

(60)

Mood খারাপ হওয়ার জন্য

কারোর প্রয়োজন হয় না

আমি নিজেই উল্টোপাল্টা

চিন্তা করে Mood খারাপ করে ফেলি

Bangla Attitude Facebook Status | বেস্ট বাংলা ক্যাপশন

Bangla Caption for FacebookBangla Caption for FacebookBangla Caption for Facebook

Bangla caption attitude

আপনি যদি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ এর জন্য কিছু Unique Bangla Caption খুঁজছেন তাহলে নিচে তাহলে নিচে ২০২৩ সালের সেরা বাংলা ক্যাপশনগুলো (Attitude & Stylish) দেখেনিন।

Bangla Caption for FacebookBangla Caption for FacebookBangla Caption for Facebook

(1)

– কিছু মানুষকে এখন শ্রদ্ধার সাথে বলতে

ইচ্ছে করে!

আপনার মতো মানুষের সাথে পরিচয় না হলেই হয়তো ভালো হতো।

(2)

, ︵۵︵

–❝ জানিনা༎

এ আমি༎কতটুক༎সেরা

•-•✧✿❛ლ❛কিন্তু,,,,,

༊ ༆

༊᭄শিখতে༎চাইলে༎আইসো.,

ওইটাতে༎আমি༎༎করা۵︵

(3)

কেউ হারামে জড়িয়ে প্রশান্তি খোঁজে★——-★আর হালালের অপেক্ষায় কারো চোখ ভেঁজে

(4)

—হাই প্রোটিন যেমন সবার সহ্য হয়

★;;;;;;;★

না তেমন আমাকে handle করার মতো তোর এখনো age হয়নি%

(5)

– আমি জ্বলি না,জ্বলাই….

” janu”.. “babu”..”kolixa” ছাড়াই..!!

– Massenger চালাই….!!

(6)

যতটা খারাপ আমারে মনে করতাছো

এতোটা খারাপ আমি না❌

এক মিনিট

ইতিহাস উঠায় দেখো আমি এতো টাও ভালো না

(7)

●─࿐কারো “” দেখার টাইম নাই…!! ●─࿐বুঝলে থাকো না হলে, রাস্তা মাপো…!! ●─࿐সাধারণ হতে পারি… ●─࿐কিন্তু সস্তা নয়…!! ●─࿐কারো চয়েস হতে পারি… ●─࿐কিন্তু নয়…!! ,,┼★ ❤★─┼● •┼┼─••◈➤ ➤◈••─┼┼• —— হতে পারি ——তবে কাওকে দিয়া ——বিরক্ত করি না❌ —-‘s ❀ ❀ ⑅⃝»̶̶͓͓͓̽̽̽»❥᭄

(8)

“Attitude তো আমার ও আছে” ☘️ “কিন্তু আমি দেখাই না”

“Because

আমি হযরত মুহাম্মাদ সাঃ এর উম্মত”

—–❤

(9)

জীবনে আব্বু বেঁচে থাকতে

কোন নেতা লাগবেনা

(10)

★—★-মন সুন্দর বানাও

–চেহারার জন্যে তো%””%Snapchat আছে!

(11)

***—-লোকেরা আমার পছন্দ হোক –বা না

……… ★—★—★

—সে বিষয়ে আমি চিন্তা করি না কারণ,

আমি কাউকে প্রভাবিত করার জন্য জন্মগ্রহণ করি নি।☘️

(12)

—আমি আবার মাঠে ফিরে এসেছি,–★

স্টাইলটি একই রকম, কেবল পথ বদলেছে .. !!

(13)

>>>>দিনশেষে কারোর উপর কোন রাগ থাকে না ।

যেটুকু থাকে ,☘️ নিজের ওপর

করা নিজের অভিমান ।<<<<

Bangla Caption for FacebookBangla Caption for FacebookBangla Caption for FacebookBangla Caption for FacebookBangla Caption for FacebookBangla Caption for FacebookBangla Caption for Facebook

(14)

][★★তুমিও বোঝ , ★★—-★★আমিও বুঝি

বুঝেও বুঝি না

তুমিও বলো , আমিও বলি

তবে সোজাসুজি না ।___(°_°)___

(15)

︵ -!<‘ -!<‘ সম্মান ভালোবাসার চেয়ে অনেক দামী-“!! !!….

(16)• ✿━━━ღএকা থাকার মধ্যে একটা শান্তি আছে❞༆࿐ ༆࿐না কাউকে পাওয়ার আশা❞༆☹️࿐ ༆࿐না কাউকে হারানোর ভয়༆࿐

(17)

___”༉༐’ ༉༐༉༐ ༉༐”___ __ ༉༐༉༐ ༉༐༉༐”>!✨ ___”আমার༉༐নতুন༉༐কাউকে༉༐ চাই༉༐না༉༐ __✨”আমার༉༐শুধু༉༐তোমাকেই༉༐চাই༉༐

(18)

“༆-✿সাদা কালো দুনিয়াতে.!!༊࿐

༆-✿ইচ্ছে গুলো ভীষন দামী .!!༊࿐

༆-✿দিশেহারা মন যে আমার.!!༊࿐

༆-✿বড্ড অভিমানী .!!

✧✧꧂

┊┊┊⇣❥

┊┊⇣❥

(19)

____আমাদের পিছনে পিছনে আঘাত করার অভ্যাস নেই,

__°আমরা কম কথা বলি তবে সামনে থেকে কথা বলি।

(20)

—★—★আহত সিংহের শ্বাস,

★★এটা তার গর্জনের চেয়েও বিপজ্জনক।___

(21)

—-+—মানুষের সামনে টাকা,টাকার পিছে জীবন ||||√|||অতএব টাকাটা সব সময় সামনেই রয়ে যায়”।—–+—-

(22)

★★★সাপ প্রেমে পড়ার পর বিষাক্ত হয়ে উঠে । এর আগে সে বিষহীন থাকে ।★★★

(23)

—- পিছন থেকে ডাকার মানুষ সবার থাকে না। যাদের থাকে তারা কখনও নিঃসঙ্গ নয়।

(24)

,,,,,,দিন আমারো আসবে

শুধু সময়ের অপেক্ষা

(25)

জন্ম নিয়েছি কারোর

মনের মতো হওয়ার জন্য না

বরং নিজের বেচে থাকার জন্য

(২৬)

Camera দিয়ে কারর পিক তোলা যায় চরিত্র না

Bangla Caption for FacebookBangla Caption for FacebookBangla Caption for FacebookBangla Caption for Facebook

(২৭)

আগে ভালোবাসতে মন লাগতো

এখন যোগ্যতা লাগে

(২৮)

চেনা মানুষের মুখে নতুন মুখস

সময়ে তো বদলায় *★*তাদের কি দোষ???????

(২৯)

আমাকে যে এড়িয়ে চলে ||||♣♣||||

আমি তার ছায়ার উপর দিয়েও চলিনা

(৩০)

যারা আমার পিছনে কথা বলে তারা আমার সামনে কথা বলতে সাহস পায় না।

Bangla Caption for FacebookBangla Caption for FacebookBangla Caption for FacebookBangla Caption for Facebook

You may also like

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More